adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে টিউলিপের নির্বাচনী অর্থ সংগ্রহ

image_66917_0লন্ডন: ব্রিটিশ এমপি প্রার্থী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকির নির্বাচনী প্রচারণার অর্থ যোগাতে বৃহস্পতিবার লন্ডনে এক ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানার মেয়ে টিউলিপ ২০১৫ সালের ৭ মার্চ অনুষ্ঠিতব্য যুক্তরাজ্যের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার দলের হয়ে লড়ছেন।

স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুতে অনুষ্ঠিত এ ফান্ডরেইজিং ডিনারে টিউলিপের মা শেখ রেহানা, বোন রুপন্তি, স্বামী ক্রিস এবং তার শ্বশুর শাশুড়িসহ পাঁচ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

টিউলিপ বর্তমানে লন্ডনের ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটি বিষয়ক কেবিনেট মেম্বার হিসেবে কাজ করছেন। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে বর্তমান এমপি লেবার দলের গ্লেনডা জ্যাকসন বার্ধক্যজনিত কারণে আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দেয়ায় দলটি এ আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেয়।

মনোনয়ন প্রতিযোগিতায় টিউলিপ তার প্রতিদ্বন্দ্বী সহকর্মী স্যালি গিমসন এবং হ্যাকনি কাউন্সিলের কাউন্সিলার সোফি লিনডেনকে বিপুল ভোটে পরাজিত করে এমপি প্রার্থী নির্বাচিত হন।

লেবার দলের এমপি এবং শ্যাডো জাস্টিস সেক্রেটারি সাদিক খান, বাংলাদেশী বংশোদ্ভূত একমাত্র ব্রিটিশ এমপি এবং শ্যাডো এডুকেশন মিনিস্টার রুশনারা আলী, নিউহ্যামের এমপি স্টিফেন টিমস, সাবেক অলিম্পিক মিনিস্টার ডেইম টেসা জাওয়াল, ডিয়ান এবোট এমপি এবং কিয়ার স্টারমার কিউসি অনুষ্ঠানে উপস্থিত হয়ে টিউলিপের ফান্ডরেইজিংয়ে সকলকে সহায়তার আহ্বান জানান।

অনুষ্ঠানে টিউলিপ সকলের সহযোগিতা কামনা করে জানান, “গত বছরের ১৫ জুলাই প্রার্থী মনোনীত হওয়ার পরদিন সকাল ৯টা থেকেই তিনি প্রচারণায় নেমেছেন। প্রতিদিন মানুষের দরজায় গিয়ে কড়া নাড়ছেন, লিফলেট বিলি করছেন। কিন্তু তার আসল কাজ এখনো রয়ে গেছে। সে কাজটি হচ্ছে নির্বাচনে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার দলকে জয়ী করা। তার নির্বাচনী অফিস গড়ে তোলা।

প্রচারণার খরচ নির্বাহের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

টিউলিপ জানান, অনেকে আমার রাজনীতি করার কারণ জানতে চান। তারা জিজ্ঞেস করেন, আমার রাজনীতির মূল্যবোধ কী। আমি বলতে চাই আমার রাজনীতির একটাই কারণ তা হলো আমার পরিবার। আমার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের জাতির পিতা। আমার পরিবারের লোকেরা জনগণের সেবক। তারা সমাজে সমতা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। এটাই আমার রাজনীতিতে আসার বড় কারণ।

রুশনারা আলীকে আপা সম্বোধন করে টিউলিপ বলেন, “রুশনারাই হচ্ছে তার রাজনীতির সবচেয়ে বড় অনুপ্রেরণা।” এরপর রুশনারা টিউলিপের সঙ্গে মঞ্চে যোগ দিয়ে বলেন, “তিনি চান পার্লামেন্টে ব্রিটিশ বাংলাদেশীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাক। এ জন্য টিউলিপকে নির্বাচিত করা জরুরি।”

বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর লন্ডনের মিচহ্যামে জন্মগ্রহণ করেন। তিনি 'ইউনিভার্সিটি কলেজ লন্ডন' থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং কিংস কলেজ থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে তিনি 'পলিটিকস, পলিসি অ্যান্ড গভর্নমেন্ট' বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর সম্পন্ন করেন। গত এক দশক ধরে তিনি লেবার দলের রাজনীতির সঙ্গে যুক্ত

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া