adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পারভীন সুলতানার ‘সুচিত্রা স্মরণে’

image_75832_0ঢাকা: সদ্য প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেন স্মরণে সঙ্গীত শিল্পী পারভীন সুলতানার গাওয়া গান নিয়ে প্রকাশিত হয়েছে একক অ্যালবাম ‘সুচিত্রা স্মরণে’। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত এই অ্যালবামটি পারভীন সুলতানার ৭ম একক অ্যালবাম।
গতকাল সোমবার রাজধানীর ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে এর মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, রাশেদ উদ্দিন তপু, শাহেদ এবং জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ।
অ্যালবামটিতে মোট ১৩টি গান রয়েছে। সবগুলো গানই বিখ্যাত বাংলা চলচ্চিত্র থেকে নেয়া। গানের কথাগুলো হলো ঘুম ঘুম চাঁদ, এই তো আমার প্রেম, এ শুধু গানের দিন, তুমি না হয় রহিতে, গানে মোর কোন, আমি স্বপ্নে তোমায় দেখেছি, ফুলে কানে ভ্রমর আনে, কে তুমি আমারে ডাকো, জানিনা ফুরাবে কবে, এই মধুরাতে, তুমি যে আমার, এই সুন্দর সোনালী সন্ধ্যায় এবং তব বিজয় মুকুট।
অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর করেছেন রবীন চট্টোপধ্যায়, অনুপ ঘটক, হেমন্ত মুখোপধ্যায় ও অমল মুখার্জী।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া