adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাবিতে আন্দোলনের প্রচারণাকালে ককটেল বিস্ফোরণ

77486_1রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল গেটের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হলের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যাললে বিভিন্ন খাতে বর্ধিত ফি ও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে চলমান আন্দোলনের কয়েকজন সংগঠক শাহ মখদুম হলে অবস্থান করছিলেন।

শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করছিলেন। এসময় হঠাৎ করেই হল গেটের সামনে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি।

রাবিতে বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে চলমান আন্দোলনকারীদের একজন জানান, তারা ওই হলের গেস্ট রুমে শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় এ ঘটনা ঘটে।

চলমান আন্দোলনকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার জন্য কোনো একটি মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘যারা নাশকতা সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায় তারাই এ ঘটনা ঘটিয়েছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া