adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বেপরোয়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুসারীরা

image_75557_0ঢাকা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুসারীরা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় পুলিশের প্রভাব খাটিয়েও হয়রানি করা হচ্ছে দলের মধ্যকার প্রতিপক্ষকে।

এছাড়া এলাকায় টেন্ডারসহ বিভিন্ন বিষয়ে বিরোধে দলের ভেতরে বাড়ছে আন্তর্কোন্দল। বিশেষ করে আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দলের কেন্দ্রীয় উপ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামের বিরোধ বাড়ছেই।

রোববার এই বিরোধের জের ধরেই রফিকুল ইসলামের সমর্থক শিল্পাঞ্চল থানা ছাত্রলীগের সভাপতি মো. সুমন ও যুবলীগের (উত্তর) কার্যকরী সদস্য নাজমুল হোসেন আরিফের বাসা থেকে মোটরসাইকেল নিয়ে যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গ্রুপের লোকজন। পরে তারা মোটরসাইকেলটি শিল্পাঞ্চল থানায় রেখে আসে।

ছাত্রলীগের সভাপতি সুমন বাংলামেইলকে বলেন, ‘সকাল ১১টার দিকে ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সহসম্পাদক কাজল মিয়া, পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন, ২৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মানিকের নেতৃত্বে বেশ কিছু লোকজন আমার বাসায় গিয়ে মোটরসাইকেল নিয়ে যায়। পরে জানতে পারি, তারা আমার মোটরসাইকেল থানায় রেখে এসেছে। থানায় গিয়ে কাগজপত্র দেখালে মোটরসাইকেল চোরাই বলে আটকে রাখার চেষ্টা করে। আমি জিডি করতে চাইলেও নেয়া হয় না। তবে সন্ধ্যা নাগাদ কিছু লোকজন আমার বাসায় মোটরসাইকেল রেখে আসে এবং আমার পরিবারের লোকজনকে হুমকি দেয়।’

সুমন আরো বলেন, ‘তারা আমার মাকে বলে এসেছে যেন আমাকে বিদেশে পাঠিয়ে দেয়, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। মূলত তারা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার করতে চাইছে। তাদেরকে কে ক্ষমতা দিয়েছে কারো বাসা থেকে মোটরসাইকেল নিয়ে যেতে? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর লোক বলে পুলিশও তাদের কিছু বলছে না, উল্টো আমাদের হুমকি দিচ্ছে।’

যুবলীগ উত্তরের সদস্য আরিফ বলেন, ‘আমার বাসায় শতাধিক লোকজন গিয়ে বাড়ির লোকজনকে ধমকাতে থাকে। তখন আমি বাসায় ছিলাম না। আমার মোটরসাইকেল নিয়ে তারা থানায় রেখে আসে। আমি ৫ মাস আগে মোটরসাইকেল কিনেছি, রেজিস্ট্রেশন করা হয়নি। থানায় গিয়ে মোটরসাইকেল কেনার কাগজ দেখালেও গাড়ি ফেরত দেয়নি পুলিশ। বাড়ি থেকে তারা ক্ষমতার জোর দেখিয়েই এমন করছে।’

এবিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বাংলামেইলকে বলেন, ‘দুইটি মোটরসাইকেল থানায় এসেছে। একটি কাগজপত্র দেখে ছেড়ে দেয়া হয়েছে।’

অন্য কেউ বাসা থেকে এভাবে মোটরসাইকেল আনতে পারে কি না এ প্রসঙ্গে  সালাউদ্দিন বলেন, ‘জনগণ চাইলে অপরাধীদের ধরতে সহায়তা করতেই পারে। তাদের কাছে অনিয়ম মনে হয়েছে বলেই একাজ করেছে। আমারা যাচাই করে ব্যবস্থা নিবো।’

এ ঘটনা প্রসঙ্গে তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার বাংলামেইলেকে বলেন, ‘এমন কোনো ঘটনা জানি না। তবে অনেক সময় চোরাই মোটরসাইকেল সাধারণ মানুষ থানায় জমা দেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কারো বিরোধ নেই। তাই বিরোধ নিয়ে এমন কিছু হতে পারে না। তবে তারা কেন কোন ঘটনার প্রেক্ষিতে মোটরসাইকেল জমা দিয়েছে তা জানলে পরিষ্কার হওয়া যাবে।’

তিনি আরো বলেন, ‘আমরা এলাকায় চোরাই ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলের ব্যাপারে অনেক সতর্ক। কারণ মোটরসাইকেল দিয়ে অনেক অপরাধ হয়। আমার এলাকার থানাগুলোতে নির্দেশ আছে মোটরসাইকেল ঢুকলে কাগজপত্র ছাড়া বের হবে না।’

এ ব্যাপারে ২৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মানিক বলেন, ‘আমাদের দল সব সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে। কোনো সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না, নেত্রী এমন নির্দেশ  দিয়েছেন। রফিক ভাইয়ের সঙ্গে কিছু বখাটে লোকজন থাকে। আমার সব সময় আইনের মধ্যে থেকে পুলিশকে সহায়তা করবো।’    

তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানান ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সহসম্পাদক কাজল মিয়া। তিনি বলেন, ‘তাদের মোটরসাইকেল আমি কেন নিতে যাবো?’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া