adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রায় ভুয়া, আপিল করবো

image_75043_0চট্টগ্রাম: দশ ট্রাক অস্ত্র মামলার রায়কে রাজনৈতিক প্রতিহিংসার রায় অভিহিত করে একে কে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী ও পরিবার। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ট্রলার মালিক আব্দুস সোবাহানের ছেলের প্রশ্ন যাদের জন্য অস্ত্র আনা হয়েছে তাদের না ধরে এর বাহককে কেন ফাঁসি দেয়া হলো?

বৃহস্পতিবার দুপুরে আলোচিত এ মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামিপক্ষের একাধিক আইনজীবী ও তাদের পরিবারের সদস্যরা একথা বলেন।

সাবেক পিপি ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, ‘সরকারের উচ্চ পর্যায়ে তথা প্রধানমন্ত্রীর নির্দেশেই রাজনৈতিক উদ্দেশ্যে এ রায় দেয়া হয়েছে। এখানে রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ড দেয়ার মতো কোনো সাক্ষ্য হাজির করতে পারেনি। ১/১১ সরকারের মতো আওয়ামী লীগ সরকারও এই মামলা নিয়ে রাজৈনিতক প্রতিহিংসা চরিতার্থ করেছে। আমরা এই রায়ে হতাশ ও ক্ষুব্ধ। উচ্চ আদালতে আপিল করবো।’

অপর আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ বলেন, ‘হাই প্রোফাইল মামলায় হাইপ্রোফাইল রায় হয়েছে। কোনো চোরাচালান মামলায় মৃত্যুদণ্ডের রায় হওয়ার নজির নেই বাংলাদেশে। এ রায় আমরা মানি না। আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে যাবো।’

আরেক আইনজীবী অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহীন বলেন, ‘সাক্ষ্য প্রমাণে আসামিপক্ষ নির্দোষ হওয়ায় সরকার নিজের ইচ্ছার প্রতিফলন করতে সাজানো এই রায় দিয়েছে। আমরা এই রায় মানি না। এই রায় ভুয়া।’

চোরাচালান মামলায় মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামি ট্রলার মালিক হাজী আব্দুস সোবাহানের ছেলে ওসমান বলেন, ‘আমার বাবাতো ট্রলার ভাড়া দিয়েছিলেন মাল পরিবহনের জন্য। তিনি তো এসব কিছুই জানতেন না। তাকে কেন মৃত্যুদন্ড দেয়া হলো? ঐারা এসব অস্ত্র এনেছে তাদেও কেন ধরা হলো না। তাদেও কেন বিচার করা হচ্ছে না। আমরা এই রায় মানি না। ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমরা উচ্চ আদালতে আপিল করবো।’

একই কথা বললেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি এনএসআইয়ের সাবেক পরিচালক ইউং কমান্ডার সাহাব উদ্দিনের স্ত্রী ও কন্যা। তারা নিজেদের নাম প্রকাশ না করে বলেন, ‘আমরা ন্যায়বিচার পায়নি। উনিতো এসবের মধ্যে ছিলেন না। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করবো।’

এদিকে রায় ঘোষণার পর বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা ঘোষিত রায়কে ‘ভুয়া’ অভিহিত করে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছে।

এর আগে দুপুরে দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উলফা নেতা পরেশ বড়ুয়াসহ ১৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এছাড়া অস্ত্র মামলায় ওই ১৪ জনকেই ৭ বছর কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই সঙ্গে  উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে ৫ লাখ টাকার জরিমানা করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া