adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদ হবে গণমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের কেন্দ্র: স্পিকার

image_66146_0ঢাকা: দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন বলেছেন, “জাতীয় সংসদ হবে গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বাস্তবায়নের মূল কেন্দ্র। এর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র অক্ষত থাকবে। সাংবিধানিক অধিকার বাস্তবায়নে সংসদকে কার্যকর রাখতে হবে, এটাই জনগণের প্রত্যাশা।” এ প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে সচেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।



বুধবার দশম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে সংসদে দেয়া তার প্রথম ভাষণে তিনি সাংসদদের প্রতি এই আহ্বান জানান।



বুধবার সন্ধ্যায় বিরতির পরে স্পিকার হিসেবে আসনে বসেন ড. শিরীন শারমিন। এর আগে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে অধিবেশন শুরু হয় নবম সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে। সে সময় দশম জাতীয় সংসদের জন্য শিরীন শারমিন দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হন। তার সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন ডা. ফজলে রাব্বী মিয়া।



‘শীতের এ প্রচ্ছন্ন সন্ধ্যায় দশম জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হিসেবে আপনাদের স্বাগত জানাচ্ছি…’ দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হয়ে দশম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ড. শিরীন শারমিন চৌধুরী তার স্বাগত বক্তব্য শুরু করেন এভাবেই। তিনি বলেন, ‘“নারী স্পিকার হিসেবে এ গৌরব কেবল আমার একার নয়। এ গৌরব বাংলাদেশের সকল নারীর।”



দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হওয়ায় স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানান ড. শিরীন। তিনি বঙ্গবন্ধু, শহীদ মুক্তিযোদ্ধা, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।



শিরীন শারমিন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি রংপুরের পীরগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।



নতুন নির্বাচিত স্পিকার তার বক্তব্য শেষ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘নতুন সূর্য উঠেছে গগণে’ পাঠ করার মাধ্যমে।



এরপর স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের কার্যকরী সভাপতি মাঈনুদ্দিন খান বাদল এমপি, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া