adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যোগ্যতার পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়

image_74872_0ঢাকা: যোগ্যতার পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স নবায়নের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে ড্রাইভিং লাইসেন্স দেয়ার শর্ত শিথিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেয়া গত ৩১ ডিসেম্বরের সার্কুলার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে মোটরসাইকেল অর্ডার ১৯৮৩ এর বিধান অনুসারে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিআরটিএকে পাশ কাটিয়ে যাওয়া এবং লাইসেন্স প্রদানের ক্ষমতা একজন পরিদর্শককে দেয়া কেন বেআইনি ও বাতিল করা হবে না এ মর্মে রুল জারি করা হয়েছে।

বুধবার রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদী স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব, বিআরটিএ চেয়ারম্যান, ডেপুটি পরিচালক, পরিদর্শক (পরিবহন) ও পরিচালক (ইঞ্জিন), হাইওয়ে পুলিশের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর পেশাদার চালকদের লাইসেন্স প্রদানে ড্রাইভিং কম্পিটেন্সি বোর্ডের (ডিসিটিবি) অনুমোদন বাতিল করে শর্ত শিথিল করে বিআরটিএ। আদেশে বলা হয়, পেশাদার চালকদের লাইসেন্স পেতে যোগ্যতা যাচাই বোর্ডের অনুমোদন লাগবে না। যথাযথ যোগ্যতার পরীক্ষা ছাড়াই পেশাদার লাইসেন্স পেয়ে যাবেন চালকেরা।

কিন্তু পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই আদেশ মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর পরিপন্থি।

মোটরযান অধ্যাদেশের ১২(২) ধারা অনুযায়ী, পেশাদার লাইসেন্স পাওয়ার পর প্রতিবছরই মাঠ পরীক্ষা দিয়ে তা নবায়ন করতে হবে। মাঠ পরীক্ষার মধ্যে গাড়ি চালানো, সংকেত সম্পর্কে ধারণা, শারীরিক সক্ষমতাসহ (দৃষ্টি ও শ্রবণক্ষমতা) নানা ধাপ রয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হলে লাইসেন্স বাতিল হয়ে যাবে। অধ্যাদেশে এই পরীক্ষা মূল্যায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত  ডিসিটিবি ওপর।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া