adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটে যে পরিবর্তন আসছে

image_74812_0 (2)ঢাকা: ক্রিকেটে তিন মোড়লের আধিপত্যমূলক মডেল পুরোপুরি কার্যকরী হয়নি। আপাতত বাংলাদেশকে টেস্টের দ্বি-স্তর নীতির বলি হতে হচ্ছে না। টাইগারদের আর টেস্ট শঙ্কার মধ্যেও পড়তে হচ্ছে না। তবে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় ক্রিকেটকে বদলে দেয়ার মতো কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। অদুর ভবিষ্যতে ক্রিকেটে যা দেখা যাবে-

১. জুন ২০১৪ তে আইসিসির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হবেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে। এক্ষেত্রে এই পদটিতে অধিষ্ঠিত হতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। ফলে ক্রিকেট নিয়ন্ত্রক বিশ্ব সংস্থাটির সভাপতির পদের মর্যাদা ও ক্ষমতা কমতে পারে।

২. এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হবে অস্ট্রেলিয়া থেকে। আর ফাইন্যান্স ও কর্মাশিয়াল অ্যাফেযার্সে চেয়ারম্যান হবেন ইংল্যান্ড থেকে।

৩. প্রতি চার বছরে তিনটি আইসিসি ইভেন্ট হবে।

৪. টেস্ট চ্যাম্পিয়নশিপের বদলে ফের ফিরে আসছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

৫. আইসিসির সব সদস্য দেশ নিজেদের যোগ্যতা অনুযায়ী ক্রিকেটের তিন ফরম্যাটে খেলার সুযোগ পাবে। কোন দেশকে বাড়তি সুবিধা নয় কিংবা সদস্য পদেও হেরফের আনা হবে না।

৬. টেস্ট ক্রিকেটকে বাঁচাতে আলাদা ফান্ড করা হবে, যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতকে বাদ দিয়ে বাকিদের বছরে নির্দিষ্ট অর্থ দিতে হবে।

৭. ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির দ্বি-পাক্ষিক ট্যুর প্লান বীমাকৃত থাকবে।

৮. টেস্টে দ্বি-স্তর নীতি এখনই গ্রহণ করা হচ্ছে না। ও

৯. আইসিসির অর্জিত লভ্যাংশ বণ্টনে বিশেষ কমিটি গঠন করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া