শ্রমিক-পুলিশ সংঘষে আহত ২০
সাভার (ঢাকা): সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় ২০ জন আহত হয়েছেন। বুধবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকায় ফা এপারেলস নামক পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে এ ঘটনা ঘটে।
শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, সাভারের হেমায়েতপুর এলাকার ফা এ্যাপারেলসের পোশাক কারখানায় দুই মাসের বেতন না দিয়েই গত ১৫ জানুয়ারি থেকে কর্তৃপক্ষ গা ডাকা দেন। এরপর থেকেই বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে আসছিল শ্রমিকরা। তবে অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখেও কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকরা কারখানার সামনে এসে জড়ো হয়ে ঢাকা-আরিচা মহসাড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ শুরু করে। পাল্টা জবাবে শ্রমিকরাও ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এসময় প্রায় ২০ জন শ্রমিক আহত হন।
এব্যাপারে শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলামেইলকে জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
এছাড়াও যে কোনো অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে হেমায়েতপুরের ফা এপ্যারেলস কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে তিনি জানান।