adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ৪ নেতার জামিন শুনানি বিকেলে

image_74346_0ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, রফিকুল ইসলাম মিয়া, এমকে আনোয়ার ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় জামিনের শুনানি রোববার বিকেল সাড়ে ৩টায় নির্ধারণ করা হয়েছে।

মামলার আইনজীবী অ্যাডভোকেট ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রোববার বিকেল সাড়ে ৩টায় জামিন আবেদনের উপর শুনানি হবে।

মতিঝিল থানায় পুলিশের গাড়ি পোড়ানোর উস্কানিদাতা ও বাংলামটরে পুলিশ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জামিন  পেতে আবেদনগুলো করা হয়েছে।

শনিবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনগুলো করা হয়। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এমকে আনোয়ার ও শিমুল বিশ্বাসের পক্ষে আবেদন করেন অ্যাডভোকেট ফারুক হোসেন।

একই অভিযোগে দায়ের করা মামলায় ব্যারিস্টার মওদুদ আহমেদের পক্ষে জামিনের আবেদনটি করেছেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

জামিন আবেদনে বলা হয়েছে মামলার আসামিরা এজাহারভুক্ত নন। তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের পুলিশি রিপোর্ট সঠিক সময়ে জমা দেয়া হয়নি। যার মাধ্যমে ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারাকে লঙ্ঘণ করা হয়েছে।

এছাড়া মামলার সব আসামি বৃদ্ধ। ফৌজদারি কার্যবিধির ৪৯৭(২) ধারায় বয়সের বিবেচনায় বৃদ্ধরা জামিন পাওয়ার হকদার। এসব বিবেচনায় উচ্চ আদালত  আসামিদের জামিন আবেদন মঞ্জুর করবেন বলে বাংলামেইলকে জানিয়েছেন অ্যাডভোকেট ফারুক হোসেন।

উল্লেখ, আসামিদের বিরুদ্ধে হরতাল-অবরোধে গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, সরকার পতনের উস্কানি দাতার অভিযোগ এনে ৫টি মামলা দায়ের করা হয়।

মামলাগুলো রাজধানীর মতিঝিল, পল্টন, রমনা থানায় দায়ের করা হয়েছে। যার মধ্যে দুটি মামলায় ইতোমধ্যে তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া