adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলার প্রস্তুতি শেষ পর্যায়ে, বাড়ছে পরিসর

image_65617_0ঢাকা: বছর ঘুরে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা দ্বারপ্রান্তে। বইপ্রেমী বাঙালি পাঠকদের পদচারণায় আবারো মুখর হয়ে উঠবে অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর এবছর বাংলা একাডেমির পাশাপাশি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানেও বসবে মেলা। গ্রন্থমেলাকে সামনে রেখে চলা মাসব্যাপী প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে

একজন শ্রমিক বলেন, প্রতিদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি। আরেক শ্রমিক বলেন, গত বছরের তুলনায় এ বছর কাজ অনেক বেশি। এজন্য দিন-রাত কাজ করছি আমরা এবং আশা করছি জানুয়ারির ২৮ থেকে ২৯ তারিখের মধ্যে কাজ শেষ করতে পারব।

এ বছর মেলায় প্রায় সাড়ে তিনশ প্রকাশনা সংস্থাকে ৪০০ স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলার সামগ্রিক নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে একাডেমির সামনের রাস্তায় থাকছে না কোনো বইয়ের দোকান।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, শিশু অঙ্গন বাংলা একাডেমির ভেতরে রাখার চেষ্টা করছি যাতে শিশু ও নারীরা স্বাচ্ছন্দে স্টল ঘুরেফিরে দেখা, বই কেনা ও বিশ্রাম করতে পারে। এমনকি শিশুরা যাতে একটু ছুটাছুটি করতে পারে সে ব্যবস্থাও রাখার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ বছর পুরো গ্রন্থমেলা চত্বরে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা দেয়া হবে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক।

১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ। এরপর প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই গ্রন্থমেলা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া