adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিষিদ্ধ পলিথিনে সয়লাব রাঙ্গামাটির হাট-বাজার

image_65625_0রাঙ্গামাটি: পরিবেশ আইনে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হলেও রাঙ্গামাটি জেলার হাট-বাজারগুলোতে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন।

পলিথিন ব্যবহারে আইন হওয়ার পর বেশ কিছু দিন স্থানীয় বাজারে পলিথিন দেখা না গেলেও ধীরে ধীরে বাজারে ফিরে এসেছে ক্ষতিকারক পলিথিন। রাঙ্গামাটি শহরের বনরূপা বাজার, রিজার্ভ বাজার, তবলছড়ি বাজার, ভেদভেদী বাজার এবং শহরের বিভিন্ন দোকান ঘুরে পলিথিনের অবাধ ব্যবহারদেখা গেছে।

ক্রেতারা কোনো পণ্য কিনলেই দোকানদাররা পলিথিন ব্যাগে দিয়ে দেয়। সাদা কালো দু তিন’ধরনের পলিথিনব্যাগে চাল, ডাল, মাছ, মাংস, ফল ও সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়।

বনরূপা বাজারের জনৈক ব্যবসায়ী জানান, ‘প্রতিদিন তার ছোট, মাঝারি ও বড় সাইজের ৩শ’পিচ পলিথিন ব্যাগে বাজার পণ্য সরবরাহ করতে হয়। ছোট সাইজের পলিথিন ব্যাগ প্রতিশত ১৫টাকা, মাঝারি সাইজের ২০ টাকা ও বড় সাইজের ৪৫ টাকা দরে ক্রয় করতে হয়’।

অন্য দিকে কাগজের ব্যাগ কেজি প্রতি ৬০টাকা এবং নেটের ব্যাগ প্রতিশত ১৩০থেকে ১৪০ টাকা দরে ক্রয় করতে হয়। দোকানদাররা পলিথিন ব্যাগের পাশাপাশি কাগজ ও নেটের ব্যাগ সরবরাহ করলেও তা অত্যন্ত কম।

এক ব্যবসায়ী জানান, ‘কাগজ ও নেটের ব্যাগের তুলনায় পলিথিন ব্যাগে বেশি পণ্য সরবরাহ করতে হয়। ২০০২ সালে ক্ষতিকর পলিথিনব্যাগ নিষিদ্ধ করে পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পাট, কাগজ ও নেটের ব্যাগ ব্যবহার করতে জনগণের মধ্যে প্রচারণা চালানো হয়। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী পলিথিন ব্যাগ দোকানদারের মাঝে গোপনে সরবরাহ করছে। আইনের প্রয়োগ না থাকার কারণে হাট-বাজারগুলো এখন পলিথিন ব্যাগে সয়লাব’।

এদিকে সরকারিভাবে পরিবেশ সংরক্ষণ আইনে ১৯৯৫ সালের ধারা ১৫(১) এর টেবিলের ক্রমিক ৪(ক) অনুসারে পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান, আমদানি, বাজারজাতকরণসহ এ সংক্রান্ত অপরাধের জন্য ১০ বছর সশ্রম কারাদন্ড বা অন্যদিক ১০ হাজার টাকা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত করা যায়। একই ধারা অনুসারে বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা ব্যবহারের অপরাধে অনধিক ছয় মাস সশ্রম কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া