adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়া উপজেলা আ.লীগ সম্পাদককে বহিষ্কার

image_74440_0কাপাসিয়া(গাজীপুর): গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমিকে অবরুদ্ধ করার ঘটনায় কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফকে বহিষ্কার করা হয়েছে।



রোববার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহর স্বাক্ষর করা চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।



দলের গঠনতন্ত্রের ৪৬(ক) ও (ঞ) ধারায় উপজেলা আওয়ামী লীগের দলীয় সব পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।  বহিষ্কৃত আরিফের বিরুদ্ধে দলের প্রভাব খাটিয়ে শীতলক্ষ্যা নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।



কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, এমপি রিমিকে অবরুদ্ধ, রাস্তায় বেরিকেড দেয়াসহ বিভিন্ন অপরাধে দলীয় সব পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবেনা তার কারণ দর্শানোর জন্য সাতদিনের সময় দেয়া হয়েছে।



দলীয় সূত্রমতে, উপজেলা পরিষদ নির্বাচনের দলীয়প্রার্থী বাছাই নিয়ে ২৩ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপি রিমি অবরুদ্ধ হয়ে পড়েন। এর আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ তার ভাড়াটে সাঙ্গ-পাঙ্গদের দিয়ে হাতাহাতি, ধাক্কা-ধাক্কি, হট্টগোল করতে থাকে। সংবাদ পেয়ে পুলিশ এসে এমপি রিমিকে উদ্ধার করে। পরে আরিফের নেতৃত্বে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে তার একক আধিপত্য ও কর্তৃত্ব করার চেষ্টা করে। এসময় আরিফের লোকজনের হাতে রড, হাতুর, চাইনিজ কুড়ালসহ দেশিয় অস্ত্রশস্ত্র ছিলো।



বহিষ্কারাদেশ পত্রে এসব বিষয় উল্লেখ করা হয়। এছাড়াও অভিযোগ করা হয়, উপজেলার বারিষাব ইউনিয়ন যুবলীগের সম্মেলনে আরিফের মনপুত কমিটি না হওয়ায় এমপি রিমি কাপাসিয়া আসার পথে রাস্তায় গাছপালা, বিদ্যুতের খুঁটি ফেলে বেরিকেড দেয় এবং রাস্তার দু’পাশের দোকানপাট, বাড়িঘর ভাঙচুর করে তারা।  



উল্লেখ্য একই অভিযোগে শুক্রবার রাতে পুলিশ আরিফ বাহিনীর সদস্য কাপাসিয়া কলেজের ভিপি ও রাউৎকোনা গ্রামের জাবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), কাপাসিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও রাউৎকোনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আদনান পারভেজ (২৫), কাপাসিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বড়পুশিয়া গ্রামের জামান মোড়ল (৩২) এবং পাবুর গ্রামের শাহজাহানের ছেলে শামীমকে (৩০) গ্রেপ্তার করে আদালতে পাঠায়।



কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া