adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভিসার সংখ্যা দ্বিগুণ চায় ঢাকার ভারতীয় দূতাবাস

image_65471_0কলকাতা: ভারতে আসার জন্য বাংলাদেশীদের ভিড় অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ভিসাসংক্রান্ত কর্মী ও অফিসার দ্বিগুণ করার জন্য নয়া দিল্লিতে বিদেশমন্ত্রককে চিঠি লিখল ঢাকার ভারতীয় দূতাবাস৷ চিঠি পাওয়ার পরই প্রস্তাবকে অত্যন্ত গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়ে দিয়েছে৷ ওই অফিসারদের পাওয়া গেলে ভিসার পরিমাণও দ্বিগুণ করতে পারে ভারতীয় দূতাবাস৷

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের এক আধিকারিক স্বীকার করেছেন, "বাংলাদেশের নবনির্বাচিত সরকারের তরফেও ভিসা অনুমোদনের সংখ্যা আরও বাড়াতে বলা হয়েছে৷ কিন্ত্ত যতক্ষণ না স্বরাষ্ট্রমন্ত্রক ‘সবুজ সঙ্কেত' দিচ্ছে ততক্ষণ বাড়তি অফিসার পাঠানো যাচ্ছে না৷"

চলতি পরিকাঠামোর মধ্যে গত বছরই ভিসার পরিমাণ বাড়িয়ে দৈনিক তিন হাজার হিসাবে বণ্টনের কাজ শুরু করেছে দূতাবাস৷ ভিসার আবেদনের গোটা বিষয়টি বর্তমানে অনলাইনে চালু করার জেরে স্বচ্ছতার পাশাপাশি অনুমতির ক্ষেত্রে যথেষ্ট গতিও এসেছে৷ বাণিজ্যের প্রয়োজনে ‘মাল্টিপল' এবং চিকিত্সার জন্য ‘স্পেশাল মেডিক্যাল ভিসা' দিচ্ছে গুলশানের ভারতীয় দূতাবাস৷ বিশেষ কাউণ্টার চালু করে মেডিক্যাল এবং এডুকেশন ভিসা দিচেছন দূতাবাসের কর্মীরা৷ কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ সরকারের মন্ত্রী, সাংসদ এবং বিশিষ্টদের তরফে ভিসা দেওয়ার সুপারিশ প্রতিদিনই বাড়ছে৷ বস্ত্তত এই কারণেই ঢাকার ভারতীয় দূতাবাস বাড়তি অফিসার দেওয়ার জন্য দিল্লির সাউথ ব্লকের বিদেশমন্ত্রকে চিঠি লিখেছে৷ প্রস্তাবটি যে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে কার্যকর করার কথা হচ্ছে তা বৃহস্পতিবার স্বীকার করেছেন ভারতীয় বিদেশমন্ত্রকের আধিকারিকরা৷

বাংলাদেশ থেকে ভারতে আসার ভিসার চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় বিদেশমন্ত্রক৷ কারণ, গত কয়েকমাসে ঢাকার গুলশনের দূতাবাস প্রতিদিনই শুধু তিন হাজার করে ভিসা ইস্যুই করছে না ‘স্পেশাল কাউণ্টার' থেকেও অতিরিক্ত মেডিক্যাল ভিসা দিচেছ৷ সন্দীপ চক্রবর্তী উপরাষ্ট্রদূত এবং কনস্যুলার হিসাবে সুজিত ঘোষ ঢাকার দূতাবাসে যোগ দেওয়ার পরেই ভিসা দেওয়ার প্রক্রিয়া আরও গতি পেয়েছে৷ যাঁরা ব্যবসা করতে ভারতে আসছেন, তাঁদের অনেককেই এখন প্রয়োজনভিত্তিক ছ'মাস থেকে পাঁচ বছর পর্যন্ত ভিসা দেওয়া হচ্ছে৷

উপরাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তীর কথায়,"প্রয়োজনীয় নথি ও প্রামাণ্য তথ্য থাকা সত্ত্বেও একজনও ভিসা পাননি এমন কোনও অভিযোগ এখনও কেউ করতে পারেননি৷"

পরিকাঠামো কম থাকা সত্ত্বেও ছুটির পর প্রতিদিন রাত আটটা-ন'টা পর্যন্ত কাজ করছেন দূতাবাস-কর্মীরা৷ বিশেষ কাউণ্টারের পাশাপাশি ‘ভিসাহেল্প' নামে আলাদা ই-মেলও চালু করেছে দূতাবাস কর্তৃপক্ষ৷ আলাদা কর্মী রেখে সমস্ত মেল দেখে আবেদনকারীদের সঙ্গে মুখোমুখি বসে ভিসা দেওয়ার ব্যবস্থা করেছে ভারতীয় দূতাবাস৷ দেখা হচ্ছে, আবেদনপত্রে উল্লিখিত যে ঠিকানা ও উদ্দেশ্যে ভারতে আসছেন বাংলাদেশি সেটি যেন সঠিক হয়৷ কারণ, বছর ছয়-সাত আগে ভারতের নানা বিস্ফোরণ এবং সন্ত্রাসমূলক কাজে জড়িতরা অধিকাংশই বাংলাদেশ হয়ে ঢুকেছিল৷ এদের মধ্যে একটা বড় অংশ আবার পাকিস্তানি আইএসআই-এর এজেণ্ট৷ করাচি ও ইসলামাবাদ থেকে ট্রেনিং নেওয়া নতুন কোনও এজেণ্ট যাতে না ঢুকতে পারে সেজন্য বিশষ নজরদারি রেখে সক্রিয় রয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া