adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরীয় আল কায়েদার উত্থান-পতনের গল্প

image_73943_0ঢাকা: ইয়াসের বারিস, বাড়ি ছিল সিরিয়ার ইদলিব প্রদেশের সারাকেব অঞ্চলে, এখন আর নেই; বোমার আঘাতে উড়ে গেছে। বাড়ির একটা ফটোগ্রাফ আছে তার কাছে, আলাপ হলে প্রসঙ্গক্রমে বের করে দেখান তিনি অনেককেই। সেখানে দেখা যায়- একটি ছোট্ট ঘর শুধু দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপের মধ্যে, আশপাশের বাকি অংশ সব মিশে গেছে ধূলার সঙ্গে। ছোট অক্ষত সেই অংশে ইয়াসের বিশ্রাম করছিলেন। ঠিক তখন আকাশ থেকে তাদের বাড়ির ওপর বোমাবর্ষণ করা হয়। অলৌকিকভাবে ইয়াসের বেঁচে যান, কিন্তু  পাশের ঘরে থাকা তার মা ভাই আর বোন বাঁচলো না। দিনটি ছিল ১৫ সেপ্টেম্বর, ২০১২।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সীমান্ত শহর এই সারাকেব। ভৌগলিক এবং ভেতরকার যোগাযোগ ব্যবস্থার কারণে এটি রণক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এতে আলেপ্পোগামী দুটি বড় সড়কপথ মিলিত হয়েছে। ২০১১ সালের আগস্ট মাসে সরকার নিয়ন্ত্রিত সিরিয়ান আর্মি শহরটির দখল নিয়েছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। পরবর্তীতে ২০১২ সালের মার্চ মাসে পুনরায় অভিযান চালিয়ে বিদ্রোহীদের কাছ থেকে শহরের কর্তৃত্ব ছিনিয়ে নেয় তারা। ২০১২ সালের নভেম্বর পর্যন্ত সেখানে কোনো প্রশাসন ব্যবস্থা ছিল না, যদিও সিরিয়ান আর্মি তাদের সাঁজেয়াসহ উপস্থিত ছিল। প্রথমদিকে সারাকেবের স্থানীয় একটি সমন্বয় কমিটি গঠিত হয়, যারা শহরের দেখভাল করতে থাকে। পরে আল কায়েদা সমর্থিত- ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লিভেন্ট, সংক্ষেপে আইএসআইএল বা আইসিস সারাকেব শহরে ক্রমশ তাদের সংখ্যাবৃদ্ধি করে এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে থাকে। আমাদের গল্প সেই আইএসআইএল এর উত্থান পতন নিয়ে। ইয়াসের বর্ণনা করেছেন কীভাবে ক্রমশ ওই দলটি সারাকেব দখল করে নিলো। প্রথমে খুব অল্প কিছু লোক এলো, তাদের সঙ্গে ছিল প্রচুর জীবনরক্ষাকারী ওষুধ আর খাবার। তারা খুব বিনয়ী, ভদ্র আর দয়ালু মনোভাব দেখালো, মানুষ সে সঙ্কটে তাদের পরম বন্ধু হিসেবে পেল যেন। প্রাথমিক আস্থা অর্জনের পর তারা ধীরে ধীরে স্বরূপে ফিরতে শুরু করলো। তারা সঙ্গে করে এনেছিল যথেষ্ট পরিমাণ টাকা, যা দিয়ে ধীরে ধীরে ক্ষুধার্ত মানুষদের তাদের দলে ভেড়ালো। আরেক শ্রেণীর মানুষকে তারা তাদের দলে টেনে নিল, যারা অস্ত্রের অভাবে ধুঁকতে থাকা স্থানীয় গুণ্ডা, যোদ্ধা। এর কিছুদিন পরই দলে দলে তাদের আরও লোক আসতে শুরু করলো। এলো লিবীয়, আলজেরীয়, আফগান, তুর্কি; সবচেয়ে বেশি ছিল ইরাকি, তাদের সঙ্গে এসে জুটেছিল এক বেলজিয়ান আর এক সাদা আমেরিকান। এমন সরব উপস্থিতিতে এলাকার অসাধুগুলো দ্বিতীয় দফায় চুপ হয়ে গেল, সাধারণ মানুষ খুব খুশীই হলো। তাদের জনপ্রিয়তা আরও বাড়তে লাগলো। কিন্তু ২০১৩ সালের মে মাসে, হঠাৎ করেই প্রচুর জনসমাগম হয় এমন এক চত্বরে দেখা গেল দু’জন মানুষকে নির্দয়ভাবে বেত্রাঘাত করছে আইএসআইএল-এর লোকেরা। তারা নাকি ইসলামি শরিয়া আইন ভঙ্গ করেছিল। জুন নাগাদ শহরের পূর্ণ কর্তৃত্ব তারা নিয়ে নিলো। মদপান করা নিষিদ্ধ করলো, প্রার্থনা করাকে বাধ্যতামূলক ঘোষণা করলো। ইয়াসের বারিসের কথায় আসা যাক আবার। সেখানে তিনি দারুণ সাহসিকতার কাজ করে চলেছিলেন। আরও ক’জন বন্ধুকে সঙ্গে নিয়ে একটা স্বাধীন প্রকাশনা চালাচ্ছিলেন। প্রকাশনা থেকে ছোট আর বড়দের জন্যে আলাদা আলাদা পত্রিকা বের হয় ম্যাগাজিন আকারে। ছোটদের ম্যাগাজিনের প্রচ্ছদে দারুণ এক স্লোগান দেখা যায়, যেখানে লেখা- ‘আমারও আছে স্বাধীন মত প্রকাশের অধিকার!’ ইয়াসের তার সঙ্গীদের নিয়ে বাচ্চাদের পড়ান, অক্ষরজ্ঞান দেন, ফাঁকে ফাঁকে তাদের গল্প শোনান; উৎসাহ দেন বই পড়তে আর ছবি আঁকতে। এই যে ছোট্ট কিছু স্বপ্ন, এটুকুই পূরণ করা যাচ্ছিল না সেখানে- এতোটা বৈরী পরিবেশ। আইএসআইএল কিছুদিনের মধ্যেই বন্ধ করে দিল ইয়াসেরের একটি প্রিন্টিং প্রেস। তাতেই ক্ষান্ত হলো না। তাকে ধরে নিয়ে গিয়ে মারধর করা হলো। কারণ সে নারীদের ছবি তুলেছে। নারী বলতে ১৩ বছরের কম বয়সী ছোট্ট কিছু শিশু, যারা তার কাছে পড়তে, ছবি আঁকতে আসতো!  আইএসআইএল আসাদের সৃষ্টি কি না কারো জানা নেই, তবে সন্দেহ জাগতে শুরু করে মানুষের মনে। ওদের কার্যক্রম দেখে কোনভাবেই সত্যিকার বিপ্লবী বিদ্রোহী বলে মনে হয় না। তারা বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে, যুদ্ধ করছে ইরাকি কুর্দিদের বিরুদ্ধেও। ফ্রি সিরিয়ান আর্মির অনেক আধুনিকমনা ইসলামি নেতাকে তারা হত্যা করছে, অনেককে গুম করছে। ধর্মীয় দিক থেকে সংখ্যায় কম যারা, তাদের সন্ত্রস্ত করে রাজ্য চালনা করতে চাইছে ওরা। সাংবাদিকদের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখছে, অন্যথা করলে হত্যা করছে। আর প্রভাবিত করছে বিশেষ কিছু শ্রেণীর মানুষকে, যারা সিরিয়ায় নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত রাইয়ার ক্রোকারের মতো লোক। রাইয়ার ক্রোকার হলেন অপরিনামদর্শী একজন মানুষ যার ভাবনার গতিপথে যথেষ্ট ভুল ছিল। তিনি বলতেন, ভবিষ্যতের প্রশ্নে আসাদকে সঙ্গে রেখেই এগুনোর কথা সবার ভাবতে হবে, কেননা, আসাদ খারাপ হতে পারে, কিন্তু অন্যরা আরও খারাপ। অনেক সিরীয় নাগরিকের স্থির বিশ্বাস, আইএসআইএল আসাদেরই সৃষ্টি। হতে পারে আসাদসহ তার সহযোগী পরাশক্তি দেশগুলোরও অবদান আছে তার পেছনে। নয়ত কেন পার্শ্ববর্তী দেশ তুরস্ক এক পাল বিদেশি সেনাকে এত সহজে সীমানা পেরিয়ে আসা যাওয়া করতে দিচ্ছে, যেখানে দেশটি এমনকি ন্যাটোর সদস্য? কেনই বা সিরীয় সরকার বিদ্রোহী দমন করার অজুহাতে স্কুল আর বাজারে বোমা বর্ষণ করে যাচ্ছে, কিন্তু আইএসআইএল এর প্রকাশ্য হেডকোয়ার্টার থেকে যাচ্ছে সম্পূর্ণ অক্ষত? পশ্চিমে যখন সিরিয়াকে নিয়ে লেখালেখি বন্ধ ছিল, সিরিয়ার বিপ্লব ঠিক তাদের সফলতার পথে এগিয়ে চলেছিল। আইএসআইএল তুরস্কের সীমানা ঘেঁষে ক্ষুদ্র ক্ষুদ্র ঘাঁটি তৈরি করেছিল যেখান থেকে সীমানা অঞ্চলকে ব্যবহার করে তারা সেনা সংগ্রহ করতো, অস্ত্রের চালান নিয়ন্ত্রণ করতো। কিন্তু জানুয়ারির শুরুতে, বহুদিনের ফেনিয়ে ওঠা বিদ্রোহের ঢেউ তাদের সেই ঘাঁটিগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। সিরিয়ার উত্তরাংশজুড়ে মুজাহিদিন সেনা এবং ফ্রি সিরিয়ান আর্মি অন্তর্ভুক্ত সিরীয় বিপ্লবী জোট নেতাদের নেতৃত্বে আইএসআইএল-এর বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে ওঠে। আইএসআইএল এর বিপক্ষে এমনকি একটি আল কায়েদা সংশ্লিষ্ট দলও যুদ্ধ করে- জাভাত আল নুসরা, যাদের পরিচিতি আছে তুলনামূলক কাণ্ডজ্ঞানসম্পন্ন হিসেবে এবং মানুষের সঙ্গে তাদের সম্পর্কও উষ্ণতর। দেখা যাচ্ছে, আইএসআইএল এর বিরুদ্ধে জোটবদ্ধরাও সবাই ইসলামপন্থি এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ!

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া