adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

স্ট্যামফোর্ডকে দুর্নীতিমুক্ত করার আহ্বান

image_73763_0ঢাকা: স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র কাজী শরিফুল ইসলাম শাকিল।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হল রুমে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং সম্পূর্ণ অসত্য সতর্কীকরণ বিজ্ঞপ্তির প্রতিবাদ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট এমএ হান্নান ফিরোজের স্বেচ্ছাচারিতা ও দুষ্কর্মের কালো থাবায় বিদ্যাপিঠটি এখন ধ্বংসের মুখে। এই দুর্নীতিবাজ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষার জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

দেশের একটি দৈনিক পত্রিকায় তার বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ প্রসঙ্গে শাকিল বলেন, ‘বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে আমি এখনও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পরিচয় দিচ্ছি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আইন উপদেষ্টার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর ওই পরিচয় দেয়ার প্রশ্নই আসে না।’

এ সময় তিনি এমএ হান্নান ফিরোজের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘তিনি প্রফেসর না হয়েও ভুয়া ডক্টরেট লাগিয়ে ২০০২ এর ১২ জানুয়ারি থেকে ২০১১ এর ১ জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলর এবং বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকেন। এছাড়া তিনি স্ট্যামফোর্ড ট্রাস্টকে ব্যবহার করে অন্যায়ভাবে ব্যাংক ও লিজিং কোম্পানি থেকে ৬ জনের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করেন।’

আত্মীয়তার খাতিরে অযোগ্য লোকদের নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রক্টর বিএ পাস হলেও তাকে প্রফেসর দেখিয়ে নিয়োগ দেয়া হয়েছে এবং ডেপুটি রেজিস্ট্রার এইচএসসি পাস কিন্তু তিনি নিজেকে পিএইচডি হোল্ডার বলে দাবি করেন।’

কাজী শরিফুল ইসলাম বলেন, ‘এমএ হান্নানের অপকর্ম এবং দুর্নীতি বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে ফেইসবুকে লেখার কারণে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দেন। এরপরও আমি সত্য প্রকাশে পিছপা না হওয়ায় সামাজিকভাবে আমাকে হেনস্থা করার জন্য দেশের একটি দৈনিক পত্রিকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’

সংবাদ সম্মেলনে তার সঙ্গে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেশকিছু শিক্ষার্থী আসলেও তারা সাংবাদিকদের সামনে আসতে অস্বীকৃতি জানান

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া