adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাবিতে সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে ভিসিকে স্মারকলিপি

image_64982_0রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগে চালুকৃত সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে রাবি ভিসি মুহাম্মদ মিজানউদ্দিকে স্বরকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে জোটের নেতারা ভিসির সঙ্গে সাক্ষাত করেন।

এরআগে বানিজ্যিক সান্ধ্যকোর্স প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীর ব্যানারে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা  বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশ শেষে জোটের সমন্বায়ক আসাদুজ্জামানসহ তিস সদস্যের প্রতিনিধি রাবি ভিসি প্রফেসর ড. মিজান উদ্দিন সঙ্গে সাক্ষাৎ করে তিন দফা দাবিতে একটি স্বারকলিপি দেন। তাদের দাবিগুলো হচ্ছে- অবিলম্বে সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদে বিশ্ববিদ্যালয়ের সাথে অসংগতিপূর্ণ বাণিজ্যির কোর্স বাতিল করতে হবে, বাণিজ্যিক ও আইন অনুষদে চলমান বাণিজ্যিক কোর্সে নতুন ভর্তি বন্ধ করতে হবে এবং আগামী দিনে শিক্ষার্থীদের ওপর নতুন করে কোনো রকম বেতন ফি বৃদ্ধি করা যাবে না।

গত কয়েকদিন ধরে প্রগতিশীল ছাত্রজোট বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে আন্দোলন করে আসছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া