adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াত নিয়ে বিএনপি নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য

image_65007_0ঢাকা: রাজধানীতে সোমবারের সমাবেশে জামায়াত ইসলামীর অনুপস্থিতির বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন বিএনপির দুই শীর্ষনেতা। একজন বলছেন, নিরাপত্তার কারণে জামায়াত যোগ দেয়নি। আরেকজন বলছেন তাদের অনুপস্থিতিতে বিএনপি স্বস্তিতে রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল অব. মাহবুবুর রহমান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক এসব বক্তব্য দেন। মঙ্গলবার ইন্ডিপেনডেন্ট টেলিভিশন তাদের বক্তব্য প্রচার করে।

মাহবুবুর রহমান বলেন, কর্মসূচিতে জামায়াত থাকলে অনেক প্রশ্ন ও ভীতি চলে আসে। সোমবার জামায়াতের অনুপস্থিতির কারণে বিএনপি স্বস্তিতে রয়েছে। জামায়াতের সঙ্গে বিএনপির জোটগত সম্পর্ক সাময়িক ও কৌশলগত বলেও উল্লেখ করেন মাহবুব।

অপরদিকে ওসমান ফারুক বলেন, কৌশলগত কারণে জামায়াত সোমবারের কর্মসূচিতে প্রকাশ্যে অংশ নেয়নি। সমাবেশের মধ্যে যে তাদের উপস্থিতি ছিল না, সেটি নিশ্চিত নয়। জামায়াত নেতাদের ব্যক্তিগত নিরাপত্তার কারণে এমনটি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির অনেক নেতাও কর্মসূচিতে অংশ নিতে পারেননি।  

গত ১৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে গণসমাবেশ কর্মসূচির ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ জানুয়ারির এ কর্মসূচি ১৮ দলের বলে উল্লেখ করা হয়। পরদিন পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়। রোববার সন্ধ্যায় পুলিশ প্রশাসন থেকে অনুমতি পাওয়ার পর এটি দলীয় কর্মসূচি বলে উল্লেখ করে বিএনপি।

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে রিপোর্টিংয়ে দায়িত্বরত নতুনবার্তা ডটকমের প্রতিবেদকরা নিশ্চিত করেন যে,  জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অংশ নেয়নি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া