adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুধু গ্ল্যামার নয়, এবার বাড়তি কিছু…

downloadঢাকা: গতকাল রবিবার এফডিসির ৮নং ফ্লোরে ঢুকেই চোখ কপালে উঠে গেলো। মনে হলো কোনো পাঁচতারকা হোটেলের বারে প্রবেশ করেছি। চারদিকে স্তরে স্তরে সাজানো বিদেশি আর বাহারি মদের বোতল। ফ্লোর জুড়ে আলো আঁধারের খেলা। মাঝেমাঝেই চোখে এসে পড়ছে লাল নীল আলো, মুহূর্তেই তা মিশে যাচ্ছে শূন্যতায়।তবে ভুল ভাঙ্গলো চিত্রনায়িকা ববিকে দেখে। কারণ ১৯ জানুয়ারি বিকেলে এফডিসি’র এই ফ্লোরেই প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য অ্যাড্রেস’ প্রযোজিত এবং ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে’ ছবিটির মহরত ও একটি পার্টি সঙ্গীতের দৃশ্য ধারণের কথা ছিলো। আর ছবির সেই গানটিতে নায়ক বাপ্পির সঙ্গে প্রথম বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন ববি।ববির সঙ্গে দু’চার কথা বলতে বলতেই আমন্ত্রিত অতিথি, ছবিটির কলাকুশলী আর গণমাধ্যমকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠলো এফডিসির ৮নং ফ্লোর। এরই মধ্যে ছবিটির পরিচালক মাইক্রোফোন হাতে নিয়ে মহরত অনুষ্ঠানের সূচনা করলেন। এ সময় তিনি বলেন, ‘প্রথম বারের মতো আমাদের দেশে এমন একটি ছবি নির্মাণ হতে যাচ্ছে যার প্রতিটি চরিত্রই নেগেটিভ। আশা করছি দর্শককে ভিন্ন কিছু দিতে পারব।’তারপর ছবিটির নায়ক বাপ্পি চৌধুরী বলেন, ‘ইফতেখার ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এই ছবিতে আমাকে অন্যান্য ছবির মতো রোমান্টিক কিংবা অ্যাকশন হিরো রূপে নয়, বরং ভিন্ন একটি রূপে দেখবেন দর্শকরা।’নায়িকা ববি বলেন, ‘আমি সাধারণত গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করি। কিন্তু এ ছবিতে দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। গ্ল্যামারা’স উপস্থিতির পাশাপাশি বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে আমাকে।’বক্তব্য দেয়ার পলা শেষ হলে, বিশাল আকারের একটি কেক কেটে ‘ওয়ান ওয়ে’র মহরত ঘোষণা করেন ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী।এসময় নায়িকা ববি ও নায়ক বাপ্পিকে কেক খাইয়ে দেন পরিচালক।মহরত অনুষ্ঠানের পরপরই শুরু হয় পার্টি সঙ্গীতে দৃশ্যধারন কাজ, যা চলছে ২১ জানুয়ারি পযর্ন্ত। ‘এমন শুধু চাই হারাতে দূর সীমানায়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অদিত ও দোলা। ‘ওয়ান ওয়ে’ ছবিতে পাঁচটি গান রয়েছে। সবকটি গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন অদিত।‘ওয়ান ওয়ে’ ছবিটিতে ইমন চরিত্রে অভিনয় করছেন নায়ক বাপ্পি এবং আইভি চরিত্রে অভিনয় করছেন নায়িকা ববি। ছবিটির গল্পে নায়ক বাপ্পি ছোটবেলা থেকেই সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকে। তারা তিন ভাই গডফাদার ড্যানি সিডাকের দলে কাজ করে। একসময় মিলন ড্যানিকে মেরে নিজে ডন হয়। পরবর্তীতে তাকে মেরে ফেলে ববি। তাই ভাই হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে বাপ্পি। কিন্তু ঘটনার মারপ্যাঁচে সেই ববির সঙ্গেই বাপ্পির প্রেমের সর্ম্পক গড়ে উঠে। অনেক পরে বাপ্পি জানতে পারে প্রেমিকা ববি আগের গডফাদার ড্যানি সিডাকের মেয়ে, যাকে তার ভাই হত্যা করেছে। এভাবেইে এগিয়ে যেতে থাকে ছবিটির গল্প।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নায়ক বাপ্পি চৌধুরী, নায়িকা ববি, আনিসুর রহমান মিলন, ড্যানি সিডাকসহ আরো অনেকে।
গতকাল থেকে শুরু হওয়া প্রথম লটের শ্যুটিং শেষ হবে ২৭ জানুয়ারি। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৪ মে শেষ হবে দ্বিতীয় লটের শ্যুটিং। ছবিটির বেশির ভাগ শ্যুটিং হবে এফডিসি, উত্তরা, সাভারসহ দেশের বেশ কয়েকটি মনোরম লোকেশনে।

সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি পেতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া