adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যমুনা ব্যাংকের সাবেক ডিএমডি মোজাম্মেল গ্রেফতার

wnzhan-qhqbx-fz20140120155803ঢাকা: বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারি মামলার আসামি যমুনা ব্যাংকের সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রাইম ব্যাংক মতিঝিল শাখার সাবেক ব্যবস্থাপক মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম।

গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্ট‍াচার্য।

আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানা যায়।

দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এ অর্থ জালিয়াতির ঘটনার সময়কালে মোজাম্মেল হোসেন যমুনা ব্যাংক মতিঝিল শাখার ব্যবস্থাপক ছিলেন। বিসমিল্লাহ গ্রুপকে ঋণ পাইয়ে দিতে তার সংশ্লিষ্টতা ছিল বলেও জানায় দুদক।

প্রায় এক হাজার ২শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারি’-তে ১২ মামলায় মোট ৫৩ জনের বিরুদ্ধে গত নভেম্বর মাসে মামলা দায়ের করে দুদক।

দুদকের উপপরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষ টিম রাজধানীর রমনা মডেল থানা, মতিঝিল ও নিউমার্কেট থানায় মামলাগুলো দায়ের করেন। 

মামলায় ৫৩ জনের মধ্যে ৪০ জনই ব্যাংক কর্মকর্তা। আর বাকি ১৩ জন বিসমিল্লাহ গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মালামাল রপ্তানি না করেই জালিয়াতির মাধ্যমে ভুয়া বিএল ইস্যু করে রপ্তানি দেখিয়ে তার বিপরীতে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে। 

পরবর্তীতে মানি লন্ডারিংয়ের (অর্থ পাচার) মাধ্যমে টাকা বিদেশে পাচার করে বিভিন্ন প্রক্রিয়ায় টাকার অবস্থান গোপন করা হয়।

এভাবেই বিসমিল্লাহ গ্রুপের রপ্তানির নামে ‘ব্যাক টু ব্যাক’ এলসি ও ‘ফরেন ডকুমেন্টারি বিল পারচেজ’-এর (এফডিবিপি) দায় বাবদ প্রায় ১ হাজার একশো ৭৬ কোটি টাকা আত্মসাৎ করে। এর মধ্যে ফান্ডেড নয়শো ৩২ কোটি ও নন-ফান্ডেড দুইশো ৪৪ কোটি টাকা।

মামলার এজাহারে এ দুর্নীতির ঘটনার সময়কাল ২০১১ সালের জুন থেকে ২০১২ সালের জুলাই পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া