adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় কাল থেকে বিশেষ অভিযান, আতঙ্কে প্রবাসীরা

image_64764_0কুয়ালালামপুর: মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত বিদেশী শ্রমিকদের বৈধ হওয়ার জন্য বিশেষ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। এরপর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাবে নিরাপত্তা বাহিনী। এ অবস্থায় পুলিশি অভিযান আতঙ্কে দিন কাটাচ্ছে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশীরা।



মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে, অবৈধ অভিবাসীদের ধরতে শপিং মল, মহাসড়ক, হোটেল-রেস্টুরেন্ট, মোটেল, দোকান এবং জনসাধারণের চলাচল আছে এমন সব স্থানেই অভিযান চালানো হবে। বিশেষ টিম বিভিন্ন জায়গায় ব্লক দিয়ে শ্রমিকদের ওয়ার্ক পারমিট ও কর্মস্থলের বৈধতা আছে কি না তা যাচাই-বাছাই করবে। অভিবাসন আইন অমান্যকারীদের জেল-জরিমানা অথবা উভয় দণ্ড দেয়ার ক্ষমতা দিয়ে পুলিশ বিভাগ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা থেকে কর্মীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। পারমিটে (বৈধ কাগজ) বর্ণিত পেশা এবং নিজ কর্মস্থল ছাড়া অন্য জায়গায় কর্মরত শ্রমিকদেরও অবৈধ হিসেবে বিবেচনা করা হবে। এমনকি বাইরে কাজ করতে দেয়ার অপরাধে মালিককেও জরিমানা করা হবে।



মালয়েশিয়ায় বসবাসরত কয়েকজন বাংলাদেশি জানান, অভিযানের ভয়ে অবৈধ প্রবাসী বাংলাদেশীরা আগেভাগেই বিভিন্ন স্থানে পালিয়ে থাকার জন্য চেষ্টা চালাচ্ছেন। অবৈধ শ্রমিকরা আশা করছেন, শুরুতে কঠোরভাবে গ্রেফতার করতে অভিযান চললেও কিছুদিন পর হয়তো অভিযানে কিছুটা শিথিলতা আসবে।



এ প্রসঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান বলেন, “মালয়েশিয়ায় যেসব প্রবাসী বাংলাদেশী রয়েছেন, যাদের বৈধ কাগজপত্র রয়েছে, তাদের জন্য ভয়ের কিছুই নেই। তারা যেন হয়রানির শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে লিখিতভাবে বলা হয়েছে। আর যারা ৬পি ক্ষমা ও বৈধকরণ কর্মসূচির আওতায় বৈধ হননি, তাদের বৈধতা দেয়ার জন্য মালয়েশিয়ার সরকারকে অনুরোধ করা হয়েছে। আর যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, সেসব বাংলাদেশীকে বৈধ করার জন্য আমরাও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।”



মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার জন্য ২১ জানুয়ারি ২০১৪ পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। ২০১১ সালের ১৫ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সরকারের ৬পি প্রোগ্রামের আওতায় দুই লাখ ৬৮ হাজার ৮৮৩ জন অবৈধ বাংলাদেশী কর্মী বৈধতা লাভের সুযোগ পেয়েছিলেন। অবৈধ বসবাসকারীদের এবার পঞ্চমবারের মতো বৈধতা পাওয়ার সুযোগ করে দেয় দেশটি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া