adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির গণসমাবেশ শুরু

image_73401_0ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়োতের মধ্যদিয়ে শুরু হলো বিএনপির গণসমাবেশ।

সোমবার বেলা ২টা ১০ মিনিটে জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি হাফেজ আবদুল মালেক কোরআন তেলাওয়াত করে সমাবেশের সূচনা করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে সমাবশেস্থলে আসতে শুরু করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ধীরে ধীরে বাড়তে থাকে জনসমাগম। উপস্থিত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেলা ৩ টায় সমাবেশ মঞ্চে আসবেন। দুপুর সোয়া ১২টায় সমাবশেস্থলে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



১৮ দলের পক্ষ থেকে ঘোষিত সোমবারের কর্মসূচি একাই পালনের সিদ্ধান্ত নেয় বিএনপি। এ নিয়ে জোটের শরিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। তবে এ রিপোর্ট লেখার সময় সমাবেশের মঞ্চে বিএনপি ছাড়াও জোটের শরিকরা উপস্থিত রয়েছেন।

মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহামন হাবিব, নির্বাহী কমিটির সদস্য এবি এম মোশাররফ হোসেন, ওলামদলের সভাপতি এম এ মালেক প্রমুখ।

প্রসঙ্গত, ১৫ জানুয়ারি ১৮ দলীয় জোটের ব্যানারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট বর্জন করায় তাদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সমাবেশে বক্তব্য রাখবেন। দশম সংসদ নির্বাচনের পর এই সমাবেশটি হবে খালেদা জিয়ার প্রথম গণসমাবেশ।

এছাড়া সারাদেশে বিভাগ, জেলা ও উপজেলা সদরে গণসমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শেষ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া