adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর আসনে স্পিকারের মনোনয়নপত্র সংগ্রহ

image_73458_0রংপুর: দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ আসনের উপনির্বাচনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার বিকেল পৌনে ৪টার দিকে তার পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ২০ ফেরুয়ারি এ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। অবশ্য সংরক্ষিত নারী আসনেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী নির্বাচন কমিশন অফিসার এবিএম জিয়াউল ইসলামের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেবরের ছেলে ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদত হোসেন বকুল ও নাতী শাহিদুল ইসলাম পিন্টু।

মনোনয়নপত্র সংগ্রহের পর আওয়ামী লীগ নেতারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই তারা ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, জাসদ উপজেলা সভাপতি সভাপতি মীর মোহাম্মদ আলী মানিক, জাসদ নেতা আখতারুজ্জামান রুবেল, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মমিনুল ইসলাম রন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুন্নবী, সাধারণ সম্পাদক মিথুন সাহা, উপজেলা যুবলীগের সমন্বয়ক আতিয়ার রহমানসহ পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সব ইউনিয়ন কমিটির নেতারা।

এসময় আওয়ামী লীগ নেতা পিন্টু জানান, সোমবার রাতেই মনোনয়নপত্র নিয়ে তারা ঢাকায় যাবেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই তা জমা দিবেন।

তিনি আরও জানান, রংপুর-৬ আসনে আওয়ামী লীগ থেকে আর কোনো দলীয় প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই। জাতীয় পার্টি থেকে প্রার্থী দেয়া না হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এ আসনে জাতীয় পার্টি কোনো প্রার্থী দিবে না বলে জানিয়েছেন দলের একাধিক নেতা।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হন। পরে তিনি গোপালগঞ্জের আসন রেখে রংপুর-৬ আসন ছেড়ে দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া