adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শারজাহ টেস্টের চতুর্থ দিনেও লংকান দাপট

image_64724_0শারজাহ: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠানরত তিন টেস্টের সিরিজের তৃতীয় ম্যাচের চতুর্থ দিনেও শ্রীলংকানদের দাপট অব্যাহত আছে। তৃতীয় দিনে ছয় উইকেটে ২৯১ রান নিয়ে খেলতে নামা পাকিস্তানিদের অবশিষ্ট চারটি উইকেট শিকার করতে লংকানরা রান দেয় ৫০টি। এরপর দিনের খেলা শেষ হওয়ার সময়টাতে দ্বীপরাষ্ট্রটির দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ১৩৩ রান জমা হলে লংকানদের লিডটা দাঁড়ায় ২২০ রানে।



তৃতীয় দিনে অপরাজিত থাকা পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে অন্য কোনো সতীর্থের কাছ থেকে তেমন সমর্থন পাননি। তিনি নবম উইকেট হিসেবে ব্যক্তিগত ৬৩ রানে আউট হন। পাকিস্তানিদের প্রথম ইনিংসটা থামে ৩৪১ রানে। রংগনা হেরাথ পাঁচটি, শামিন্দা ইরাংগা চারটি এবং কুশল পেরেরা একটি উইকেটের দেখা পান।



প্রথম ইনিংসে ৮৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলংকানরা ব্যাটিংয়ে নেমে শুরুতেই হারায় ওপেনার  দ্বিমুথ করুণারতেœকে। দলীয় ১৩ রানে করুণারতেœ আউট হওয়ার পর ওয়ানডাউন ব্যাটসম্যান কুমার সাংগাকারা আউট হন দলীয় ৩৭ রানে। দু’জনেরই সংগ্রহ ৮ রান করে। অল্পের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হন দ্বিতীয় টেস্টের সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনে। ৪৬ রানে সাঈদ আজমলের বলে আজহার আলীর তালুবন্দি হন মাহেলা। দীনেশ চান্ডিমাল ‘অপয়া ১৩’তে বোল্ড হন তালহার বলে। দিনের খেলা শেষ হওয়ার সময়টাতে শ্রীলংকার স্কোরবোর্ডে পাঁচ উইকেটে ১৩৩ রান জমা হয়। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৪ এবং প্রসন্ন জয়াবর্ধনে ৬ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনের খেলা শুরু করবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া