adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাবাং-এর সাইড নায়ক লিটনের সঙ্গে এক বিকেল

Qnonat-Ot20140119202509কয়েকদিন আগে (২০ ডিসেম্বর ২০১৩) কবি ও নির্মাতা কামরুজ্জামান কামুসহ কাকরাইলের সিনেমাপাড়ায় যাই। উদ্দেশ্য ছিল, কামুর জন্য ওই অঞ্চলে একটি সিনেমার অফিস ভাড়া নেওয়া। প্রথম সিনেমা ‘দি ডিরেক্টর’ সেন্সরবোর্ড কর্তৃক আটকে যাওয়ার পর দ্বিতীয় সিনেমা নির্মাণে ওই অফিস-অন্বেষণ ছিল নির্মাতা কামুর একটি প্রাথমিক কাজ। ওই কাজেই কবি রুদ্র হকসহ তার সঙ্গী হয়েছিলাম সেদিন।



ওইখানে পূর্ব পরিচিত একটি পরিবেশনা সংস্থার কর্ণধারের কাছে ধর্না দিই আমরা। কারণটা খুব স্পষ্ট— ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স কিংবা ভূইয়া ম্যানশনে, যেখানে প্রযোজনা ও পরিবেশনা সংস্থাগুলোর অফিস— তার কোনোটায় একটি অফিস পাওয়ার ব্যাপারে তিনি চাইলে হেল্প করতে পারেন কামুকে। ওই ভদ্রলোকের নিজের যে পরিবেশনা সংস্থা, সেটিও ওই ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সেই।



তো, সেখানেই ঘটনাক্রমে পরিচয় হয় অশ্লীলতার দায়ে সম্প্রতি আলোচিত বাংলা সিনেমা ‘দাবাং’-এর প্রযোজক ও সাইড নায়ক লিটনের সঙ্গে। অফিস নিতে চাই জেনে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তিনি নির্মাতা কামুর সঙ্গে করমর্দন করেন, এবং কামুর পরের সিনেমায় একটি পার্ট পাওয়ার ব্যাপারে বিনয়ী আবদার জুড়ে বসেন। এমন আবদার করায় লিটনকে যেন আমরা ফেলনা ভেবে না বসি সেই দায়িত্ব নেন সঙ্গে থাকা ওই পরিবেশক।



পরিবেশকই আমাদের জানান, ইনি ‘যেই-সেই’ কোনো লোক নন। ইনি রীতিমত লিটন—  ছোটবড় অন্তত ২৭টি সিনেমা হলের মালিক! এবং প্রযোজনা প্রতিষ্ঠান মনোয়ারা ফিল্মের অন্যতম কর্ণধারও তিনি। ঠিক তখনই দাবাং সিনেমার একটি পোস্টার দেখিয়ে লিটন বললেন, ‘এই যে এটা আমার সিনেমা। গত সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল জন্য রিলিজ ডেট পিছিয়ে দিয়েছি।’



সিনেমার পোস্টারে তাকাতেই আমরা লিটনকে চিনতে পারলাম। সাদা শার্ট পরা অবস্থায় স্বল্পদৈর্ঘ বস্ত্রের এক নায়িকাকে কোলে নিয়ে সম্ভাব্য দর্শনার্থীদের দিকেই তাকিয়ে আছেন তিনি। আমরা রীতিমত হৈ হৈ করে উঠলাম— ‘আরে, আপনিই তো আপনিই তো! আপনি এই সিনেমার নায়ক?— জিজ্ঞেস করতেই একটু সচকিত হয়ে উঠলেন লিটন। সিরিয়াস ভঙ্গিতে বললেন, ‘না, আমারই তো সিনেমা। আমি সাইড নায়ক হয়েছি আর কি।’



নিজের সিনেমায় নিজে তিনি নায়ক হন নি জেনে আমরা তার ব্যবসায়িক সেন্সের প্রশংসা করলাম।



অফিস নিতে এসেছি শুনে লিটন জানালেন, মাত্র কয়েকদিন আগে তিনিও নিজের প্রয়োজনে ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সে ‘আরও একটি’ অফিস নিয়েছেন। মাত্র ৩৪ লাখ সিক্যুরিটি মানিতে পেয়ে যাওয়ায় অফিসটি নিয়ে নেওয়ার ব্যাপারে তাকে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি বলেও আমাদের জানালেন তিনি। ব্যক্তিগতভাবে আমি বোধহয় একটু ঢোক গিললাম, পাশাপাশি সমর্থনও জানালাম এই বলে যে, ‘তাই তো তাই তো, মাত্র ৩৪ লাখ টাকায় একটা অফিস পাওয়া যাচ্ছে— সে অফিস না নিয়ে আপনি আর করবেনটাই বা কী!’



জবাবে লিটন বললেন, ‘এ আর এমন কী, এই তো সেদিন— এক বন্ধুর সাথে চা খাচ্ছিলাম, কথায় কথায় নানা প্রসঙ্গ, বন্ধু বললো সিনেমা হল বিক্রি করে দিতে চায়। আড্ডা দিতে দিতেই একটা পর্যায়ে গিয়ে সিনেমা হলটা কিনে ফেললাম।’ আমার গলা শুকিয়ে যাচ্ছিল শুনে। জিজ্ঞেস করলাম, কত দাম? কেমন একটা ভঙ্গি করলেন লিটন, যেন এসব তো কোনো ঘটনাই না— বললেন, ‘এই তো কত কোটি যেন ছিল, মনে নেই।’



একই সময় ওই পরিবেশক বিত্ত বৈভবের পাশাপাশি লিটনের রাজনৈতিক ক্ষমতা সম্পর্কেও আমাদের ধারণা দিচ্ছিলেন। কি আওয়ামী লীগ, কি বিএনপি— সবদিকেই নাকি লিটনের ‘কানেকশন’ ভালো। লিটনের সিনেমা চালানোর ব্যাপারেও নাকি দেশব্যাপী সিনেমা হল মালিকরা বাধ্য। বাধ সাধেন লিটন স্বয়ং, বলেন, ‘আমার নিজেরই তো ২৭টা সিনেমা হল! ব্যবসা ভালো হয় জন্যই সবাই আমার সিনেমা চালায়। অন্তত ৫০টা সিনেমা হলে তো একযোগেই মুক্তি পায় আমার সিনেমা।’



মোটামুটি আধঘণ্টার মধ্যেই ঢাকাসহ সারাদেশে লিটনের ‘পাওয়ার’ ও ‘কানেকশন’ সম্পর্কে আমরা একটা সম্মক ধারণা লাভ করতে বাধ্য হই।



এত যার ক্ষমতা, সেন্সর বোর্ডে আটকে যাওয়া ‘দি ডিরেক্টর’ মুক্তির ব্যাপারে সে হয়তো কিছু করার সামর্থ রাখে— এই ভাবনা থেকে আমরা তখন তাকে সে ব্যাপারে বললাম। কামরুজ্জামান কামুর প্রথম সিনেমা সেন্সর বোর্ডে গিয়ে আটকে গেছে শুনে লিটন খুবই বিস্মিত হলেন। ‘আমি থাকতে সেন্সর বোর্ড আপনাদের ছবি আটকায় কিভাবে!’— প্রশ্ন ছুঁড়ে দেন তিনি আমাদের দিকে। আর আমরা তো ভীষণ অপরাধী হয়ে যাই— বলি, দেখুন আসলে তখনও আপনার সাথে আমাদের পরিচয়টা হয় নি, এজন্য আমরা লজ্জিত।



মুহূর্তেই ফোন বের করে সেন্সর বোর্ডের একজন সিনিয়র মেম্বারকে কল করেন লিটন। ‘দি ডিরেক্টর’ নামীয় সিনেমাটি কেন সেন্সর আটকে দিয়েছিল সে ব্যাপারে খোঁজ খবর নেন। ফোন রেখে চোখ মুখ অন্ধকার করে ফেলেন লিটন, কামুর দিকে তাকিয়ে বলেন, ‘আপনি নাকি ডিরেক্টরদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন সিনেমায়? দুশ্চরিত্র ও লম্পটরূপে দেখিয়েছেন সিনেমা পরিচালকদের? ভাই তো আমাকে বললো সব!’ আমরা জিজ্ঞেস করলাম, কী বললেন ‘ভাই’?



লিটন জানালেন, সেন্সর বোর্ডের ওই সিনিয়র মেম্বার নাকি সুপারিশ করার আগে লিটনকেই একবার কামুর সিনেমাটি দেখতে অনুরোধ করেছেন। আর বলেছেন, তার কাছে যদি মনে হয় সিনেমাটি মুক্তি দেয়া যায়, তিনি তাই দেবেন। লিটন বলতে থাকে, ‘ভাই তো সিনেমা বোঝেন, নিশ্চয়ই আপনার সিনেমায় পরিচালকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এই সিনেমা মুক্তি দেয়া হবে না। তবু একদিন সিনেমাটা নিয়ে আসেন, দেখি আমি। ভাই তো বলেইছেন, আমার কাছে ক্লিন মনে হলে সিনেমাটা ভাই আর আটকে রাখবেন না।’



সম্প্রতি দাবাং সিনেমাটি মুক্তি পাবার পর অশ্লীলতা, অযৌক্তিকতা ও নকলের দায়ে সিনেমাটির ব্যাপারে সংবাদমাধ্যমগুলোতে আলোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে এ ধরনের কুরুচিপূর্ণ সিনেমা কী করে সেন্সর বোর্ড থেকে ছাড়া পায়, তা নিয়ে। এসব আলোচনা ও হৈ-হট্টগোল দেখে আমার শুধু সেদিনের সেই বিকেলটার কথাই মনে পড়ছে। আর ভাবছি, কাকে আর কোন বোর্ড আটকায়! দাবাংয়ের মতো সিনেমা যারা বানায়, তারাই তো বাংলা চলচ্চিত্রের মূলধারা। তারাই বরং সৃজনশীল নতুন ধারণার সিনেমাগুলোকে আটকে দেয়ার ক্ষমতা রাখে!

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া