adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাবি শিক্ষক সমিতির নির্বাচন ২৯ জানুয়ারি

image_73323_0সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক সমিতির ২০১৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার্স ক্লাবে সমিতির ভোট নেয়া হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিলও ঘোষণা করা হয়েছে।  



রোববার প্রধান নির্বাচন কমিশনার নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. আকতার মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।  আগামী ২২ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিত আপত্তি জানানো যাবে। আপত্তির ভিত্তিতে ২২ জানুয়ারিই সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নির্ধারিত ফরমে নির্বাচন কমিশনের নিকট মনোনয়নপত্র জমা দেয়া যাবে। একই দিনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই ও বিকেল ৩টায় বৈধ প্রার্থিতা তালিকা প্রকাশ করা হবে।



শিক্ষক সমিতির এ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৫ জানুয়ারি। ওই দিন বিকেলেই প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।



আর আগামী ২৯ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।



উল্লেখ, ২০১৪ সালে অনুষ্ঠিতব্য শিক্ষক সমিতির এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. আকতার মাহমুদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আছেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম ও সহকারী অধ্যাপক আদিল মুহাম্মাদ খান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া