adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঐশীকে প্রধান আসামি করে শিগগির অভিযোগপত্র

ffffঢাকা: পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যকা-ের ঘটনায় তাদের মেয়ে ঐশী রহমানকে অভিযুক্ত করে আদালতে শিগগির অভিযোগপত্র দাখিল করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশ এ ব্যাপারে তদন্ত কাজ প্রায় গুছিয়ে এনেছে। ইতোমধ্যেই প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রয়োজনীয় রিপোর্ট এখন তদন্ত কর্মকর্তার হতে এসেছে।

সূত্র জানিয়েছে, অভিযোগপত্রে ঐশীকে প্রধান আসামি করা হয়েছে। হত্যাকা-ে ঐশীকে তার বন্ধু জনি, রনি ও গৃহপরিচারিকা খাদিজা আক্তার সুমীর সহযোগিতা করার কথা থাকছে। ঐশী ইতিমধ্যেই হত্যাকা-ের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। জনি ও রনির বিরুদ্ধে হত্যাকা-ে সহযোগিতা করা ছাড়াও খুনের ঘটনায় প্ররোচিত করার কথাও থাকছে অভিযোগপত্রে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রয়োজনী সব আলামত এখন পুলিশের হাতে। আলামত হিসবে সংগ্রহ করা হয়েছে মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের রক্তমাখা কাপড়, হত্যাকা-ে ব্যবহৃত ছুরি ও কফি খাওয়ার মগ। ঐশীর রক্তমাখা সোনার অলংকারও পুলিশ জব্দ করেছে। সংগৃহীত সকল আলামাতের ডিএনএ পরীক্ষা করা হলে তাতে সবকিছুতে মিল পাওয়া যায়। জানা গেছে, নিহত দম্পত্যির পাকস্থলি থেকে নমুনা নিয়ে তাও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপোর্টে দু’জনের পাকস্থলিতে ঘুমের ওষুধ ব্রোমাজিপাম পাওয়ার কথা স্বীকার করেছে । গ্রেপ্তারের পর ঐশী স্বীকার করেছে যে বাবা ও মাকে হত্যা করার আগে কফির সঙ্গে কড়া ঘুমের ওষুধ ব্রোমাজিপাম মিশিয়ে দিয়েছিল। গোয়েন্দা পুলিশ কফির মগটি আলামত হিসাবে জব্ধ করে সেটিও পরীক্ষা করে তাতে ঘুমের ওষুধ ব্রোমাজিপাম মিশানোর প্রমাণ পেয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. আবুল আল খায়ের মামলার ব্যাপারে মাতব্বর জানান, তদন্ত কাজ শেষ হয়ে গেছে। যে কোন সময়ে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হবে।

হত্যাকা-ের পর থেকে নিহত দম্পতির একমাত্র মেয়ে ঐশী পলাতক ছিল। পরে সে পল্টন থানায় হাজির হয়ে নিজের পরিচয় দেয় এবং বাবা-মাকে হত্যা করার কথা স্বীকার করে। আর এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে সবাই হতবাক হয়ে পড়ে। সবার মুখে মুখে একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল যে, উঠতি বয়সের একটি মেয়ে কী করে একাই নিজের বাবা ও মাকে হত্যা করতে পারে?

ঐশী একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ও-লেভেলের ছাত্রী ছিল। নিজের বয়স  ১৮ বছরের নিচে বলার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার বয়স নির্ধারণের পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট বলা হয়েছে ঐশীর বয়স ১৯ বছরের কাছাকাছি। এরপর হাইকোর্ট থেকে ঐশীর মানসিক অবস্থা যাচাই করার নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ডা. এসএমএ সালাউদ্দিন কাওসারের নেতৃত্বে চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত মেডিকেল বোর্ড ঐশীকে পাঁচ দফা পরীক্ষা করেছে।

২০১৩ সালের ১৪ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর চামেলীবাগে নিজ বাসায় মেয়ে ঐশী রহমানের হাতে স্ত্রীসহ খুন হন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান।তার স্ত্রীর নাম স্বপ্না রহমান। এ ঘটনায় পুলিশ বিভাগসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার দুইদিন পর ১৬ আগস্ট সন্ধ্যায় ফ্ল্যাটের দরজা ভেঙ্গে নিহত দম্পতির লাশ গোয়েন্দা পুলিশ উদ্ধার করে। নিহত দম্পতির দু’টি সন্তান। বড় মেয়ে ঐশী রহমান ও ছোট ছেলে ওহী রহমান। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া