adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওরা ত্রাণ চায় না, নিরাপত্তা চায়

image_73176_0ঠাকুরগাঁও: ওরা ত্রাণ চায় না, নিরাপত্তা চায়। শনিবার ঠাকুরগাঁওয়ের গড়েয়া গোপালপুর, আকচা নিমবাড়ীসহ নির্বাচনকালীন সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বিশিষ্টজনেরা এ কথা জানান।

বিশিষ্টজনেরা বলেন, ‘ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ত্রাণ চায় না, তারা চায় জীবনের নিরাপত্তা।’

‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ সংগঠনের সভাপতি অধ্যাপক মো. আনিসুজ্জামান বলেন, ‘গোপালপুর গ্রামে এসে নির্যাতনের শিকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেল নির্বাচনের দিন কী ধরনের ভয়াবহতা তাদের ওপর নেমে এসেছিল। এখানকার মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছেন। বর্তমানে তাদের নিরাপত্তা দিতে সাময়িক সময়ের জন্য পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। কিন্তু এ ক্যাম্প উঠে গেলে পরিস্থিতি কী হবে তা অনিশ্চিত।’

তবে পুলিশ নির্বাচনী ব্যস্ততা কাটিয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ এখন তাদের নিরাপত্তায় মনোযোগ দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হবে বলে জেলা ও পুলিশ প্রশাসন জানিয়েছে।’

এসময় রুখে দাঁড়াও বাংলাদেশ সংগঠনের সমন্বয়ক এবং আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘নির্যাতনের শিকার গোপালপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলো একসময় অবস্থাপন্ন ছিল। তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ। ক্ষমতাশালী। শিক্ষা ও সচেতনতার অভাবে ক্রমান্বয়ে অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছে। ভারসাম্য নষ্ট হয়েছে।’

সুলতানা কামাল আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার চলছে। কয়েকজনের বিচার সম্পন্ন হয়েছে। একজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। সাম্প্রদায়িক মনোভাবাপন্ন হামলাকারীরা এখানকার হিন্দু সংখ্যালঘুদের হুমকি দিয়ে বলেছে, ‘আর একজনের ফাঁসি দেয়া হলে অবস্থা আরও ভয়াবহ হবে।’



মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ছায়ানটের সহসভাপতি সারোয়ার আলী বলেন, ‘এরা ত্রাণ চায় না। নিরাপত্তা চায়। এই নিরাপত্তা দীর্ঘমেয়াদি হতে হবে। পুলিশ বা প্রশাসনের ওপরে ভরসা করে থাকলে চলবে না। এলাকার রাজনৈতিক-সামাজিক শক্তিকে এদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে।’



এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া