adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওপেন এয়ার কনসার্টের আকাল

image_73139_0ঢাকা: কয়েক মাস ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে টালমাটাল হয়ে পড়েছে দেশের অর্থনীতি। ফলে প্রতিটি ক্ষেত্রেই চাহিদা-জোগান তত্ত্বের সফল মঞ্চায়ন ঘটছে। যার ঢেউ এসে লেগেছে আমাদের সঙ্গীত ভুবনেও। অর্থনীতির চাহিদা জোগান তত্ত্বের সঙ্গে সঙ্গীতের আবার কিসের সর্ম্পক এ প্রশ্ন মনে জাগছে তো? তাহলে ভেঙেই বলি। নাতিশীতোষ্ণ এই দেশে শীতকালটাকেই মূলত ওপেন এয়ার কনসার্টের মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সুযোগ মাঠে মারা যাচ্ছে। দুই একটি কনসার্টের আয়োজন করা হলেও নিরাপত্তার অজুহাতে শেষ মুহূর্তে এসে তা বন্ধ কর দিতে হয়েছে কিংবা নিরাপত্তার জুজু চেপে বসেছে দর্শক শ্রোতাদের ঘাড়ে। ফলে গাঁটের টাকা খরচ করে যে দু’য়েকজন কনসার্ট উপভোগ করতে এসেছিলেন তারা বঞ্চিত হয়েছেন কাঙ্ক্ষিত আনন্দ থেকে। অন্যদিকে আর্থিক অসচ্ছলতার মুখে পড়েছেন শিল্পীরা ও মুনাফা বঞ্চিত হয়েছেন আয়োজকরা।

ওপেন এয়ার কনসার্টের এই আকাল নিয়ে বাংলামেইলের সঙ্গে কথা বলেন দেশের প্রথিতযশা বেশ কয়েকজন কণ্ঠশিল্পী ও ব্যান্ডের সদস্যরা, যারা প্রতি বছর এই শীতকালের অপেক্ষায় থাকেন।

গত কয়েক বছর ধরেই একাধিক কনসার্ট, প্লেব্যাক ও বিজ্ঞাপনের জিঙ্গেল নিয়ে ব্যস্ত সময় পার করেছেন কণ্ঠশিল্পী কণা। কিন্তু সব কিছুই ওলট পালট হয়ে গেছে চলতি বছরের রাজনৈতিক অস্থিরতায়। ফলে অনেকটাই অবসর যাপন করছেন তিনি।

এ প্রসঙ্গে বাংলামেইলকে তিনি বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি বেশ আতঙ্কিত। কারণ এই মুহূর্তে কোনো আয়োজকই কনসার্ট কিংবা স্টেজ শোতে বিনিয়োগ করতে চাইছেন না। উত্তপ্ত রাজনৈতিক কর্মসূচির কারণে অনেকগুলো শো বাতিল হয়ে গেছে। তাই বাসায় বসে থাকা ছাড়া আর কিছু করার নেই।’

এ সময় তিনি আরও বলেন, ‘প্রতি বছরই শীত মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কনসার্টে গান গাওয়ার আমন্ত্রণ আসে। বিনিময়ে যে সম্মানী পাওয়া যায় তা দিয়ে কোনো ভাবে বছর চলে যায়। কিন্তু এবার আর সে সুযোগ নেই। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আর কোনো কনসার্টে অংশও নেব না।’
 
জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের উত্থান ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে। এক সময় তিনি এই ব্যান্ডের ভোকাল হিসেবে কনসার্ট মাতিয়ে রাখতেন এবং সময় ব্যান্ড ছেড়ে একাই কাজ করতে শুরু করেন। কিন্তু গত বছর আবারও একটি ব্যান্ড গড়ে তুলেন তিনি। উদ্দেশ্য ছিলো নতুন ব্যান্ড নিয়ে মাতিয়ে বেড়াবেন দেশ। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তা আর সম্ভব হয়নি।
 
এ সর্ম্পকে তাহসান বলেন, ‘এবার তেমন কোনো কনসার্টে অংশ নিতে পারিনি। তাই অ্যালবাম নিয়ে কাজ করেই সময় পার করেছি। এছাড়া কোনো উপায়ও ছিলো না। দেশের এমন পরিস্থিতিতে কনসার্ট করা সম্ভব নয়। তাছাড়া আয়োজকরাও কনসার্ট করার মতো আগ্রহ দেখান নি।’
 
তবে খুব শিগগিরই এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে বলে তিনি আশাবাদী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করি ২০১৪ সালে কনসার্টে নিয়মিত হবো। কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে বলে মনে হয়।’

গত বছর জুড়ে ব্যস্ত সময় পার করেছেন ‘দলছুট’ ব্যান্ডের গায়ক বাপ্পা মজুমদার। নতুন অ্যালবামের কাজ, চলচ্চিত্রের জন্যে গান, সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মতো কাজগুলো করলেও অংশ নেন নি বড় কোনো কনসার্টে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতির বলি হয়েছে আমাদের সঙ্গীতাঙ্গন। কারণ রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না থাকলে কনসার্ট তো করাই যায় না, পাশাপাশি অ্যালবামগুলোও সফল হয় না। তাছাড়া ব্যান্ডগুলোর কাছে কনসার্টই সমগ্র বছরের ব্যয় নির্বাহের প্রধান ভরসা। কিন্তু এবার সেটিও সম্ভব হয়নি।’
 
সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া বলেন, ‘নতুন প্রজন্মের কাছে কনসার্ট মানেই উচ্ছ্বাস। তবে এবার সেই উচ্ছ্বাসে ভাটা পড়েছে অসহনশীল রাজনীতির জন্যে। সঙ্গীত শিল্পীদের কাছেও কনসার্ট আলাদা গুরুত্ব বহন করে। কারণ কনসার্টের মাধ্যমে শ্রোতাদের কাছাকাছি পৌঁছানো যায় যা শিল্পীকে আলাদা পরিচয় দান করে। অন্যদিকে কনসার্টের মাধ্যমে যে পরিমাণ সম্মানী পাওয়া যায়, তা অন্য কোন ভাবে পাওয়া সম্ভব হয় না।’

শিরোনামহীন ব্যান্ডের ভোকাল জিয়া বলেন, ‘ব্যান্ডের জন্যে এবারের মৌসুমটি একেবারেই আকালের সময়। কারণ একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি। সবকিছু মিলিয়ে এক অস্থির সময় পার করছি আমরা। এভাবে চলতে থাকলে সঙ্গীতাঙ্গনে ভালো কিছু করা সম্ভব নয়। তাই রাজনীতিবিদদের উচিত এমন কর্মসূচি নেয়া যাতে কারো সমস্যা না হয়।’

এ সময় তিনি আরো বলেন, ‘ব্যান্ডগুলোর জন্যে কনসার্টই হচ্ছে প্রাণ। কারণ একমাত্র কনসার্টের মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছাকাছি যাওয়া যায়। তাই প্রত্যেকটি ব্যান্ডই এ সময়টার জন্যে অপেক্ষা করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া