adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে জুতা নিক্ষেপ

image_72875_0চাঁদপুর: নিজ নির্বাচনী এলাকায় অপদস্থ হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দিতে গেলে তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে জনগণ। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এসময় পুলিশ ও জুতা নিক্ষেপকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে কচুয়া উপজেলার উজানী বার্ষিক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৬ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে ড. মহীউদ্দীন ও দুই পুলিশ কনস্টেবলসহ আহত হয়েছে অন্তত ২০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কচুয়া উজানী জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মাদরাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে আখেরি মুনাজাতে অংশ নিতে বিকেলে ড. মহীউদ্দীন খান সেখানে যান। মাঠের উত্তর গেট দিয়ে মঞ্চে ওঠার সময় তিনি মুসল্লিদের তোপের মুখে পড়েন। এ সময় ‘নাস্তিক’ ও ‘খুনী’ বলে স্লোগান দিয়ে দিকে জুতা নিক্ষেপ করে মুসল্লিরা।

মঞ্চে থাকা আয়োজকরা মুসল্লিদের শান্ত থাকতে বার বার মাইকে অনুরোধ জানালেও সবকিছু উপেক্ষা করে জুতা নিক্ষেপ করতে করতে তারা তেড়ে আসেন মঞ্চের দিকে। নিরুপায় আয়োজকরা পরে পুলিশি প্রহরায় সাবেক মন্ত্রীকে মঞ্চ থেকে সরে নিয়ে যান। মাহফিল এলাকা ত্যাগ করতে গাড়িতে ওঠার সময় ফের বিক্ষুব্ধরা তার ওপর জুতা নিক্ষেপ করতে থাকে। এসময় তার সঙ্গে থাকা পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ মুসল্লিদের হামলা ও পুলিশের গুলি বর্ষণের ঘটনায় ড. মহীউদ্দীন দুই কনস্টেবলসহ ২০ জন আহত হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

বাংলাভিশন টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি সাইদ মাহমুদ পারভেজ সাংবাদিকদের জানান, গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ড. মহীউদ্দীন খান আলমগীরসহ আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু হানিফ জানান, মাহফিলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরে ড. মহীউদ্দীনকে নিরাপদে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

পুলিশ সুপার মো. আমির জাফর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর পুলিশি নিরাপত্তায় ড. মহীউদ্দীন ওই এলাকা ত্যাগ করেছেন।

স্থানীয় সূত্রমতে, উজানীর ওয়াজ মাহফিলে এবার লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছে। ড. মহীউদ্দীন খান স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় রাজধানীর মতিঝিলে হেফাজতের সমাবেশ পণ্ড করার ঘটনায় ক্ষুব্ধ ছিলেন অনেকেই। এ ক্ষোভ থেকেই মাহফিলে তার সঙ্গে এ আচরণ করা হয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া