adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তৃতীয় রাউন্ডে নাদাল-ফেদেরার-শারাপোভা

nhfgenyvna-bcra-fz20140116162851মেলবোর্ন: এক দশকে প্রথমবারের মতো রড লেভার এরেনার বাইরে অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাচ খেললেন রজার ফেদেরার। পরিচিত কোর্টের বাইরে খেললেও স্লোভেনিয়ার ব্লাজ কাভচিচকে ৬-২, ৬-১, ৭-৬ (৪) হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন চারবারের সাবেক চ্যাম্পিয়ন। অসহনীয় গরমে মেলবোর্ন পার্কে হাসফাস করছে খেলোয়াড়রা। এরই মধ্যে বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন মারিয়া শারাপোভ‍া ও রাফায়েল নাদাল।

রড লেভার এরেনায় টানা ৬৩ ম্যাচ খেলার পর সুইস তারকাকে এদিন নামতে হলো ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন হিসেন্স এরেনায়। মেলবোর্ন পার্কে ২০০৪ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে কখনও ১৫ হাজার আসনের কোর্টটির বাইরে খেলেননি সাবেক এক নম্বর।

শীর্ষ বাছাই নাদাল হারিয়েছেন স্থানীয় তরুণ থানাসি কোক্কিনাকিসকে। ৬-২, ৬-৪, ৬-২ গেমে জিতেছেন স্প্যানিশ তারকা। ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে আয়োজকরা লড়াইয়ের সময় পিছিয়ে দিতে বাধ্য হয়। পরে নেমে এক ঘণ্টা ৫৩ মিনিটে জয় নিশ্চিত করেন ১৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী।

এছাড়া কারিন কানেপ্পির কঠিন প্রতিরোধের মুখে সফল হয়েছেন শারাপোভা। ইতালিয়ানের বিপক্ষে ৬-৩, ৪-৬, ১০-৮ গেমের জয় পেয়েছেন তিনি। প্রচণ্ড গরমের মধ্যে শারাপোভাকে লড়তে হয়েছে তিন ঘণ্টা ২৮ মিনিট। পরের পর্বে ফ্রান্সের ২৫তম বাছাই এলিজে কোর্নেতকে লড়বেন তিনি।

মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে আরও উঠেছেন ক্যারোলিন ওজনিয়াকি, ৬-০, ১-৬, ৬-২ গেমে যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা ম্যাকহেলকে হারিয়েছেন তিনি। পরের পর্বে তার সঙ্গী অগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। 

ছেলেদের এককে দশম বাছাই জো উইলফ্রেড সোঙ্গা ৭-৬ (৬), ৬-৪, ৬-৪ গেমে থমাজ বেলুচ্চিকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া