adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

লঙ্কার রাবণ হবেন না ওবায়দুল কাদের

image_72666_0 (1)ঢাকা: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন করেছি বলে জোর করে ক্ষমতায় থাকতে হবে এটা নয়। পাঁচ বছর ক্ষমতায় থাকার মানসিকতা সরকারের নেই। লঙ্কায় গেলে সবাই রাবণ হয়। আমি এটা হতে চাই না।’

বুধবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ৫ বছর ক্ষমতায় থাকবো এমন অহঙ্কারী বক্তব্য আমি দেব না। কতদিন ক্ষমতায় থাকবো তা জনগণের মনমানসিকতার ওপর নির্ভর করবে।’

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে মানুষ অহঙ্কারী হয়ে যায়। আমি অঙ্গীকার করছি, অহঙ্কারী নয়, বিনয়ী হবো। মানুষকে স্বস্তি দেয়ার জন্য নিরলসভাবে কাজ করবো।’

জাতীয় পার্টি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘তারা এক সময় মহাজোটে ছিলেন, এখন বিরোধীদলে চলে গেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন আলাদাভাবে নির্বাচন করবেন। যেভাবেই হোক নির্বাচন হয়ে গেছে। অপজিশন তো অপজিশনই। তাদের বিরোধী দলেই থাকা উচিত।’

এ সময় তিনি আরো বলেন, ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’

জাপার এমপিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘তারা ৩৩ জনই যদি মন্ত্রিত্ব চান তাহলে চলবে কীভাবে। তাদের উচিৎ বিরোধী দলে থেকে সরকারের সমালোচনা করা।’

বিএনপি নেত্রী খালেদা জিয়ার আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘তাদের গণতন্ত্রের অভিযাত্রায় ৫শ লোকই হয়নি। তাদের রণকৌশলই ভুল ছিলো। জনগণকে নিয়ে তারা যদি আন্দোলনের কৌশল নেন আমরা তাদের স্বাগত জানাবো।’

বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘একটি বড় দল জাতীয় নির্বাচনে না আসায় আমরা কিছুটা হলেও বিব্রত হয়েছি।’

‘প্রথম রাতেই বিড়াল মারতে হবে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আজ থেকে যনজট ও দুর্ঘটনার বিরুদ্ধে আমরা নিরলসভাবে সংগ্রাম করে যাবো। এটা হবে আমার প্রথম অগ্রাধিকার। এখন থেকে রাস্তায় যাবো। গাড়ি চেক করবো।’

অবৈধ ও আনফিট গাড়ি, অবৈধ দখল এসব বিষয়ে আরও কঠিন হবেন বলেও মন্তব্য জানান তিনি।

তিনি আরো বলেন, ‘নির্বাচনের সময় সরকার অজনপ্রিয় হওয়ার ভয়ে অবৈধ গাড়ি ও দখল উচ্ছেদ করে না।’

জনস্বার্থে কাজ করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি যে স্টাইলে কাজ করি তা জনগণ পছন্দ করে। আমি সেটাই করবো।’

মন্ত্রী আরো জানান, ‘মূল পদ্মা সেতুর কাজ আগামী জুন মাসে শুরু হবে। সরকারের এ মেয়াদেই মেট্রোরেলের কাজও শেষ করা হবে।’

উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকরা আমার সঙ্গে ছিলেন চেহারা দেখানোর জন্য নয়, কাজ দেখানোর জন্য।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া