adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংককে বিক্ষোভকারীদের ওপর গুলি

image_64110_0ব্যাংকক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বুধবার বিরোধী দলের র্যা লিতে গুলিবর্ষণে দুইজন আহত হয়েছেন। এদিকে বিক্ষুব্ধ নেতারা প্রধানমন্ত্রীকে উৎখাতের লক্ষ্যে ব্যাংককের আশেপাশের শহরগুলোতে সমাবেশ করার প্রস্তুতি নিয়েছেন।

বিক্ষোভকারীরা অনির্বাচিত ‘পিপলস কাউন্সিল’ গঠনের সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবি করছে। এই পরিষদ থাইল্যান্ডের রাজনীতিতে ইংলাকের পরিবারের প্রভাব কমাতে এবং রাজনীতিতে অর্থের ব্যাপক ব্যবহারের সংস্কৃতি মোকাবেলায় নির্বাচনী সংস্কার কাজ দেখভাল করবে।

নগরীর ইরাওয়ান জরুরি কেন্দ্র জানায়, ব্যাংককের বাণিজ্যিক কেন্দ্রে ‘শাটডাউন ব্যাংকক’ কর্মসূচির প্রধান ঘাঁটিতে মধ্যরাতের পর বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এতে আহত এক পুরুষ ও এক নারীকে হাসপাতালে নেয়া হয়। পরে রাতেই তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, তাদের একজন আশ্রয়হীন ও একজন বিক্ষোভকারী ছিল। টেলিভিশনের ভিডিও ফুটেজে অজ্ঞাতনামা বন্দুকধারীদের বেপরোয়া গুলি করতে দেখা যায়।

প্রায় দুই মাস আগে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অজ্ঞাতনামা ঘাতকদের হামলায় এ পর্যন্ত এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন নিহত হন। সূত্র: এএফপি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া