adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর খোঁজে প্রধানমন্ত্রী

image_63959_0ঢাকা: স্বরাষ্ট্র ও পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার জন্য এখনো যোগ্য কাউকে খুঁজে পাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হলেও মূল মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজ হাতেই রেখেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. শিরীন শারমিনের নাম শোনা গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী কাকে বানাবেন সেটা খুঁজে পাচ্ছেন না প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্বরাষ্ট্রমন্ত্রী করার ইচ্ছা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু আশরাফ কোনোভাবেই এতে সম্মত হননি। পরে তাকে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রস্তাবও দেয়া হয়। এটাও গ্রহণ করেননি প্রধানমন্ত্রীর আস্থাভাজন ও অপেক্ষাকৃত পরিচ্ছন্ন ইমেজের এই মন্ত্রী।

সোমবার সচিবালয়ে পা দিয়েই আশরাফ আরো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়ার কথা জানান। তিনি বলেন, “এই মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার) চেয়ে অন্য দুটি মন্ত্রণালয় অনেক বেশি সেক্সি। ওই সব মন্ত্রণালয়ে অনেক অনেক বেশি পাবলিসিটি পাওয়া যেত। ওই দুই মন্ত্রণালয়ের মধ্যে একটিতে ২৪ ঘণ্টাই মিডিয়াতে থাকার সুযোগ ছিল। আর অন্য মন্ত্রণালয় নিলে পাওয়া যেত সারা বিশ্ব ভ্রমণের সুযোগ। আমি এখানে (স্থানীয় সরকার মন্ত্রণালয়) কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় রাজনৈতিক বিষয়েও আমার সময় দিতে হয়। ওই দুই মন্ত্রণালয়ে গেলে এই সময় পাওয়া যেত না।”

সূত্র জানায়, গত পাঁচ বছর সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিয়মিত উপস্থিত না হলেও যখন গিয়েছেন তখন যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করেছেন। তার কাছে ফাইল নিয়ে যথাযথ নির্দেশনা না নিয়ে ফিরতে হয়নি কোনো কর্মকর্তাকে। এ ছাড়া সৈয়দ আশরাফের বাচনভঙ্গিও ভালো। এজন্য প্রধানমন্ত্রী তাকে বেশ পছন্দ করেন। তাছাড়া দুর্দিনে দলের হাল ধরা এবং বিশ্বস্ততার কারণেও সৈয়দ আশরাফকে শেখ হাসিনা পছন্দ। যদিও দলীয় নেতাকর্মীরা সহজে তার দেখা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন সময়।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী কাকে বানাবেন সেটাও ভাবছেন প্রধানমন্ত্রী। এক্ষেত্রে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে পারেন বলে আভাস পাওয়া গেছে। আন্তর্জাতিক স্বীকৃতি প্রশ্নে একজন যোগ্য পররাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন বোধ করছে সরকার।

সূত্র জানায়, নবগঠিত সরকার স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বিবেচনা করছে। কারণ বিরোধী জোটের আন্দোলন-সংগ্রাম দক্ষতার সঙ্গে সামাল দেয়া এবং দশম সংসদ নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়কে গুরুত্ব দিচ্ছে সরকার। এই দুই মন্ত্রণালয়ে দক্ষ ও যোগ্য মন্ত্রী থাকলে সরকারের অনেক কাজ সহজ হয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ পর্যন্ত কাকে দেয়া হবে সেটা একান্তই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া