adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার বাতলিে উচ্চ আদালতে যাবনে নাজমুল হুদা

image_63981_0ঢাকা: সরকার বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনকে দশম সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা না হলে আগামী রোববার উচ্চ আদালতে রিট করা হবে জানিয়েছেন সাবেক বিএনপির নেতা ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) স্বঘোষিত চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।



তার দাবি, নবম সংসদের মেয়াদ শেষের আগেই আবার সংসদ নির্বাচন করেছে সরকার। এটা মধ্যবর্তী নির্বাচন। সাংবিধানিক ধারাবাহিকতার নামে অব্যাহতভাবে সরকার সংবিধান লঙ্ঘন করছে বলেও দাবি করেন আলোচিত-সমালোচিত এই নেতা।



মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএনএফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার হুদা এসব কথা বলেন। ‘মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আগামী ৯০ দিনের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন দিন’ শীর্ষক দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়।



নিজেকে আবারো একই সঙ্গে বিএনপি ও বিএনএফের নেতা দাবি করে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, “আমি আগাগোড়াই বিএনপিতে ছিলাম। বিএনপিতেই আছি। ফ্রন্টের মধ্যে রীতিমত ক্যু করে নিজেকে চেয়ারম্যান দাবি করেন আবুল কালাম আজাদ। ফ্রন্টের পক্ষ থেকে আমরা তাকে নির্বাচন বর্জনের নির্দেশ দিয়েছিলাম। কিন্তু দলের সেই নির্দেশ তিনি মানেননি। এখন নির্বাচন কমিশনকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ ওই লোক দলের সিদ্ধান্ত অমান্য করে তথাকথিত নির্বাচনের মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছেন।”



ব্যারিস্টার হুদা বলেন, “ক্ষমতাসীন দলের ‘তথাকথিত’ মন্ত্রী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য ‘শপথ গ্রহণের মধ্য দিয়ে ৯ম জাতীয় সংসদ বিলুপ্ত হলো এবং দশম সংসদের যাত্রা শুরু হলো’-এটা প্রণীধানযোগ্য নয়। দশম সংসদ নির্বাচনের যে শিডিউল নির্বাচন কমিশন দিয়েছে তা বেআইনি ও বাতিলযোগ্য।”



হুদা বলেন, “যে ধরনের নির্বাচন হয়েছে, আমি শিওর প্রধানমন্ত্রীও তাতে সন্তুষ্ট নন। তাই সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা করে নতুন তফসিল ঘোষণা করে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও পুনর্গঠন করতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া