adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ন্যূনতম মজুরি বাস্তবায়নে চালাকির অভিযোগ

image_72613_0ঢাকা: তৈরি পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ৭৫ থেকে ৮০ শতাংশ কারখানা বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার। এ বিষয়টি নিয়ে সরকারের শ্রম পরিদর্শকরা নিয়মিত পরিদর্শন করছে বলে জানান তিনি

শ্রম ও কর্মসংস্থান সচিব মঙ্গলবার বিষয়টি বাংলামেইলকে  জানান। তিনি বলেন, ‘যারা এখনো এ বেতন কাঠামো বাস্তবায়ন করেনি তাদের সাথে আমরা নিয়মিত বৈঠক করছি। দ্রুত তাদেরকে বাস্তবায়ন করাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

এদিকে শ্রমিক নেতারা মনে করছেন, এখন পর্যন্ত ৬০ শতাংশ কারখানা নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করেছে। তবে এর ভিতরেও রয়েছে নানা ফাঁকি।

বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি ও নিম্নতম মজুরি বোর্ডের সদস্য সিরাজুল ইসলাম রনি বাংলামেইকে বলেন, ‘এখন পর্যন্ত ৬০ শতাংশের মতো কারখানা তাদের বেতন কাঠামো বাস্তবায়ন করেছে। আর বাকিরা চেষ্টা করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘যে ৬০ শতাংশ কারখানা বাস্তবায়ন করেছে তার ভিতরেও একটু সমস্যা রয়েছে। ২০ শতাংশ কারখানা তাদের বেতন পুরোপুরি বাস্তবায়ন করেছে। আর ৪০ শতাংশ তাদের বেতন বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন ঝামেলা সৃষ্টি করেছে।’

তিনি অভিযোগ করেন, এই ৪০ শতাংশ কারখানা বেতন দিতে গিয়ে বেশ চালাকির আশ্রয় নিয়েছে। এর ভিতর তারা যে কাজটা বেশি করছে তা হলো- শ্রমিকদের গ্রেড পরিবর্তন করে ফেলছে। এখানে একজন প্রথম গ্রেডের শ্রমিকের বেতন বাড়ানো হয়েছে ষষ্ঠ গ্রেডের অনুসরণে। এ ধরনের কাজ আশুলিয়া ও গাজীপুরের দিকে বেশি হয়েছে।

তবে তার এমন অভিযোগ অস্বীকার করেছেন বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল দিপু। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৭৫ শতাংশ কারখানা নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করেছে। তবে গ্রেড নিয়ে যে সমস্যার কথা শ্রমিক বা শ্রমিক নেতারা বলছে এটা ঠিক না। এখানে একটা ভুল বুঝাবুঝির ব্যাপার ঘটছে। এখানে কারও ফাঁকি মারার সুযোগ নেই। কারণ সব শ্রমিকরা এখন যথেষ্ট সচেতন। গেজেট অনুসারেই সবাই বেতন ভাতা প্রদান করছে।’

তিনি আরও বলেন, ‘এজন্য আমরা ফেব্রুয়ারি মার্চের দিকে একটা প্রক্রিয়ায় যেতে চেষ্টা করবো। আমাদের চেষ্টা আছে সবগুলো পদ নিয়ে সাধারণভাবে চারটি পদে নিয়ে আসা। তার মধ্যে থাকবে সহকারী, সাধারণ, সিনিয়র ও জুনিয়র। তাহলে এ সমস্যাগুলো আর থাকবে না।’

উল্লেখ্য, গত ২১ নভেম্বর মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা চূড়ান্ত  করে। আর এ মজুরি কার্যকর করা কথা ছিল পহেলা ডিসেম্বর থেকে। ন্যূনতম মজুরির ৫ হাজার ৩০০ টাকার মধ্যে রয়েছে- মূল মজুরি ৩০০০ টাকা, বাড়িভাড়া ১২০০, চিকিৎসাভাতা ২৫০, যাতায়াত ভাড়া ২০০ এবং খাদ্যভাতা ৬৫০ টাকা ধার্য করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া