adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেড় মাস পর নয়াপল্টনে বিএনপির অনুষ্ঠান

image_64020_0ঢাকা: প্রায় দেড় মাস পর মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়েছিলেন শীর্ষ কয়েকজন নেতাসহ শতাধিক কর্মী-সমর্থক। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিতে তারা সেখানে যান।

গত ২৯ নভেম্বর দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সেখান থেকে গ্রেফতারের পর এত দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কোনো পর্যায়ের নেতাকর্মীর পা পড়েনি।

তবে মিলাদুন্নবী (স.) উপলক্ষে কার্যালয়ে নিচে দলের পক্ষ থেকে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহফিলে অংশ নিতে গেলেও অনুষ্ঠান শেষে তাদের কেউ সেখানে অবস্থান করেননি। দ্রুত এলাকা ত্যাগ করেন তারা। বিএনপির কার্যালয়ের সামনে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশ থাকলেও মিলাদ মাহফিল আয়োজন কিংবা তাতে অংশ নিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি তারা।

অনুষ্ঠানের সময় বিএনপির কার্যালয়ের সামনে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলমও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকেলে চারটার পর নয়াপল্টনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

পরে জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নেতারা ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা করেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, যুবদলের সিনিয়র সহসভাপতি অ্যাড. আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

গত ২৯ নভেম্বর মধ্যরাতে পুলিশ কার্যারলয়ে ঢুকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করার পর থেকে দফতরের দায়িত্বপ্রাপ্তসহ কোনো নেতাই কার্যালয়ে যাননি। পরে গত ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েতের ঘোষণা দিলেও পুলিশের কঠোর অবস্থানের মুখে সেদিন নেতা-কর্মীদের কাউকে সেখানে যেতে দেখা যায়নি।

তবে মঙ্গলবার বিকেলে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর কার্যাতলয়ে প্রবেশ করেন। তাকে বাধা দেয়নি পুলিশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া