adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাথা নিচু করে পায়ে হেঁটে স্মৃতিসৌধে ঢুকলেন দীপু মনি

image_63999_0সাভার: গত সরকারে ছিলেন প্রভাবশালী মন্ত্রী। দাপটও ছিল বেশ। এবার মন্ত্রিত্বের তালিকা থেকে তিনি বাদ। তাই আটকে দেয়া হলো গাড়ি। নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের পর শেষ পর্যন্ত মাথা নিচু করে পায়ে হেঁটেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঢুকলেন তিনি।

শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর মঙ্গলবার সকালে মন্ত্রিসভার সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন স্মৃতিসৌধে। সঙ্গে আসেন দলীয় এমপি ও নেতারা। তাদের মধ্যে ছিলেন দীপু মনিও। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে গাড়ি নিয়ে স্মৃতিসৌধে ঢুকতে না পেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার বেলা ১১টা ৭ মিনিটে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে গাড়ি নিয়ে স্মৃতিসৌধ এলাকায় পৌঁছান দীপু মনি। এর কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে আসেন। তবে মন্ত্রীরা নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করতে পারলেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তারা আটকে দেন দীপু মনির গাড়ি।

এসময় তিনি গাড়ি নিয়েই ভেতরে প্রবেশ করতে অনড় থাকেন। গাড়ি থেকে না নেমে বেশ কিছুক্ষণ ফোন করেন কয়েকজনকে। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে দীপু মনির উত্তপ্ত কথা-কাটাকাটিও হয়। শেষে প্রধান ফটকে গাড়ি রেখে হেঁটেই স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া