adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতে ধর্ষণ ঠেকাতে আগ্নেয়াস্ত্র

image_72369ঢাকা: ভারতে প্রতিদিনই ধর্ষণসহ নারী নির‌্যাতনের নানা ঘটনা ঘটছে। তাই এবার ধর্ষণের মতো অপরাধ ঠেকাতে বিশেষ ধরণের আগ্নয়াস্ত্র প্রস্তুত করা হয়েছে। ভারতের সরকারি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান অর্ডন্যান্স ফ্যাক্টরি (আইওএফ) এবার নারীদের আত্মরক্ষার জন্য সম্প্রতি নতুন এই রিভলবার বাজারে ছেড়েছে। ‘নির্ভীক’ নামের পয়েন্ট ৩২ বোর রিভলবারটির ওজন ৫০০ গ্রাম।
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার মেডিকেলছাত্রী নির্ভয়ার স্মৃতির প্রতি সম্মান জানাতেই এই রিভলবারটি বাজারে ছাড়া হয়েছে বলে দাবি করেছে আওএফ। এর দাম ধরা হয়েছে এক লাখ ২২ হাজার ৩৬০ রুপি। এ পর্যন্ত ২০টি রিভলবার কেনার বুকিং হয়েছে। ভারতে তৈরি সবচেয়ে ছোট ও হালকা রিভলবার এটি। অস্ত্রটি মেয়েদের পার্স বা হ্যান্ডব্যাগে রাখা যাবে। যারা বুকিং দিয়েছেন, তাদের ৮০ শতাংশই নারী।
এ রিভালবরটিকে ভারতীয় নারীদের জন্য সেরা বন্ধু বলে উল্লেখ করা হয়েছে। এটি সরাসরি ধর্ষণকারীর মুখে গিয়ে আঘাত করবে। তবে এত দামি একটি অস্ত্র সাধারণ নারীদের পক্ষে কেনা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন ওঠেছে। আর বাস, ট্রাক বা অন্যান্য জনাকীর্ণ স্থানগুলোতে এটি কতটা কাজে দেবে তা নিয়েও সন্দেহ রয়েছে।কেউ কেউ বলছেন, এর চেয়ে বরং বুলেটব্রুফ জ্যাকেটের মতো কিছু একটা তৈরি করা হলে ভালো হতো।
বেড়ে যাওয়ার কারণে নারীদের জন্য উপযোগী আগ্নেয়াস্ত্র বাজারে ছাড়া হয়েছে। তবে সরকারের এ পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকারকর্মীরা।
‘মনিপুর ওম্যান গান সারভাইভরস নেটওয়ার্ক’-র প্রতিষ্ঠাতা বিনালক্ষ্মী নিপ্রাম বলেছেন, 'নারীদের জন্য আগ্নেয়াস্ত্র বাজারে ছাড়ার সরকারি পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে তারা দেশব্যাপী ব্যাপক মাত্রার সহিংসতা থেকে নারীদের রক্ষার উপায় সম্পর্কে ভুল ধারণা পোষন করে। এই অস্ত্র ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার মেডিকেল ছাত্রীর স্মৃতির প্রতি অসম্মান। নারীর হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।' অস্ত্র সঙ্গে থাকার কারণে নারীরা আরো ক্ষতির শিকার হতে পারেন বলেও তার আশঙ্কা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া