adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডায়বটেসি রোগীদরে অঙ্গচ্ছদে কতটা জরুর?

image_63334_0আমাদের শরীরে কোথাও কোনো সমস্যা হলে, ব্যথা বেদনা তা জানিয়ে দেয়৷ ডায়বেটিস রোগীদের ক্ষেত্রে এই অনুভূতিটা অনেক সময় কাজ করে না৷ এর ফলে ক্ষতটা সংক্রমিত হতে থাকে৷ তাই প্রায়ই অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়৷

জুতোয় পাথর কিংবা কাঁটা ঢুকলে অনেক ডায়বেটিস রোগী তা বুঝতে পারেন না৷ কেননা বহুমূত্র স্নায়ুর ক্ষতি করতে পারে৷ আর তাহলে ব্যথার অনুভূতি কমে যায় বা লোপ পায়৷ আর পায়ের অনুভূতিটাই ক্ষতিগ্রস্ত হয় বেশি৷

সাধারণত, হৃদযন্ত্র থেকে যে অঙ্গের দূরত্ব যত বেশি, সে অঙ্গের ক্ষত শুকায় ধীর গতিতে৷ ডায়বেটিস রোগীর ক্ষেত্রে এই প্রক্রিয়াটা আরো আরও ধীর গতিতে চলে৷

বিশ্বব্যাপী আনুমানিক ৩৬৬ মিলিয়ন ডায়বেটিস রোগী রয়েছেন৷

যথেষ্ট ইনসুলিন উৎপাদন করতে পারে না

বহুমূত্র রোগীরা দেহের শর্করা বা চিনি কমানোর জন্য যথেষ্ট ইনসুলিন উৎপাদন করতে পারে না৷ শর্করা শরীরের মধ্যেই জমা হতে থাকে কমতে পারে না৷ শর্করার অণু সেলের প্রাচীরে জমা হয়ে অনেকটা বিষের মতো কাজ করে এবং ধীরে ধীরে সেলকে ধ্বংসের পথে ঠেলে দেয়৷

রাইনার ভলফ্রুম এই রকমই একজন ভুক্তভোগী৷ প্রথমে তার পায়ে অস্বাভাবিক কিছু টের পাননি৷ ডাক্তারের কাছে যাওয়ার পর বোঝা গেল অনেকটাই দেরি হয়ে গেছে৷ গোড়ালির টিশু মরে গেছে৷ সেই দিনই তার পায়ের মরা টিশু অপারেশন করে বাদ দেয়া হয়৷

নর্থরাইন ডায়বেটিক ফুট নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, প্রতি বছর ৪০,০০০ ডায়বেটিস রোগীর পায়ের কোনো অংশ কেটে বাদ দেয়া হয়৷ তবে এই ধরনের অঙ্গচ্ছেদের ৭৫ শতাংশ জরুরি নয়৷ বলেন নেট ওয়ার্কের ডিয়র্ক হোখলেনার্ট৷ অবশ্য এক্ষেত্রে কোনো স্পষ্ট পরিসংখ্যান নেই৷

বিকল্প কোনো পদ্ধতি

অঙ্গচ্ছেদের বদলে বিকল্প কোনো পদ্ধতিতে ডায়বেটিস জনিত মরা টিশু অপসারণ করা যায় বলে মনে করেন হাইডেলব্যার্গ ইউনিভার্সিটির অর্থোপেডিস্ট ভল্ফফ্রুম ভেনৎস৷ এমনকি শুধু টিশু নয়, হাড় আক্রান্ত হলেও৷ তিনি বলেন, ‘‘অতীতে বলা হতো ডায়বেটিস রোগীদের ক্ষত ও আক্রান্ত হাড় ভালো হয় না৷ আমার অভিজ্ঞতা ভিন্ন রকম৷ অস্থি ধীরে ধীরে হলেও ভালো হয়৷ যেমন ত্বকও৷

কোলনের ডাইবেটিস নেটওয়ার্কটিতে চিকিৎসক ছাড়াও অন্যান্য পেশার মানুষও সম্পৃক্ত৷ যাদের ডায়বেটিস রোগীদের পা সমস্যার ব্যাপারে ধারণা রয়েছে৷ এর মধ্যে রয়েছেন পদ বিশেষজ্ঞ ও পেডিকিউরিস্ট৷

তারা জানেন কী ধরনের যত্ন ডায়বেটিস রোগীদের পায়ের জন্য প্রয়োজন৷ ছোটখাট ক্ষত বা আঘাত ক্ষতিকর কিনা তা তারা বুঝতে পারেন এবং সতর্ক হতে পারেন৷ জানাতে পারেন চিকিৎসকদের৷

সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে রক্তদূষণ হতে পারে৷ যা থেকে রোগীর মৃত্যুও হতে পারে৷ তাই রোগীর জীবন বাঁচানোর জন্য অপারেশন প্রয়োজন হয়ে পড়ে৷ অন্যদিকে প্রতিটি অপারেশনই বিপজ্জনক৷ পায়ের অনেকখানি কেটে ফেললে রোগীর ঝুঁকিও বেড়ে যায়, বলেন ডা. হোখলেনার্ট৷ এরপর ৫০ শতাংশ রোগীরই হাঁটা চলায় কষ্ট হয় কৃত্রিম পা দিয়েও৷ ভারসাম্য রক্ষা করা শিখতে হয় তাদের৷ পা সমস্যায় ভোগা তিন ভাগের এক ভাগ রোগীর বয়সই ৬৫ বছরের কম৷ শুধু তাদেরই নয়, বয়স্ক রোগীদের ক্ষেত্রেও চরম ব্যবস্থা না নিয়ে চিকিৎসা করা চলে৷

প্রায়ই পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন

পচন ধরলে ডাক্তাররা প্রায়ই পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন৷ এর পরবর্তী পরিস্থিতিটা ধারণা করতে পারেন চিকিৎসকরা৷ ‘‘১০ দিন পর পুনর্বাসনে পাঠানো হয় রোগীকে৷ এইভাবে সব কিছু সম্পন্ন হয়৷ আমি মনে করি না, কোনো ডাক্তার চিন্তা ভাবনা না করেই পা ছেদ করেন৷ একটা পা কেটে ফেলা কারো জন্যই সুখকর নয়৷ কিন্তু এটিকে পাশ কাটানোও অত্যন্ত কষ্টকর'', বলেন ডা. হোখলেনার্ট৷

ডায়বেটিস রোগী ভলফ্রুম পা ছেদের হাত থেকে রক্ষা পেয়েছেন৷ তার গোড়ালির অপারেশনটা ভালোভাবেই হয়েছে৷ আংশিক পুনর্গঠন করাও হয়েছে৷ বিশেষ ধরনের জুতা পরতে হবে তাকে৷ দীর্ঘ এক প্রক্রিয়া৷ এতে যথেষ্ট ধৈর্য ও শৃঙ্খলার প্রয়োজন৷ ‘‘কিন্তু বিকল্পটা যদি অঙ্গচ্ছেদ হয়, তাহলে এসব খুশি মনেই করা যায়'', বলেন রাইনার ভলফ্রুম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া