adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান বিএনপির

90050691-mirza-fakrulঢাকা: ক্ষমতাসীনদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে বিএনপি। 

রোববার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জন্য আজ (রোববার) একটি কালো দিন। আজ অনৈতিক  ও অবৈধ সরকারের শপথ গ্রহণের মধ্যদিয়ে গণতন্ত্রের অশুভযাত্রা সূচনা হলো। গণতান্ত্রিক চেতনাকে কবর দিয়ে স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের কালিময় যাত্রা শুরু হলো। 

বিবৃতিতে আরো বলা হয়, উদ্ভট, হাস্যকর তথাকথিত মহাজোটের একতরফা ভোটার বিহীন নির্বাচনের সাজানোর নাটকের মধ্যদিয়ে জনগণের সমর্থনহীন একটি স্বৈরতান্ত্রিক সরকার এই দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলো। 

বিবৃতিতে বলা হয়, এই সরকারের প্রতি দেশের ৯৫ ভাগ মানুষের কোনো সমর্থন নেই। বিরোধী দল যখন দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্টা করার, গণতন্ত্রের পথে চলছে ঠিক তখন আওয়ামী লীগ সকল গণতান্ত্রিক রীতিনীতি ও নৈতিকতাকে বিসর্জন দিয়ে স্বৈরতন্ত্রের পথে চলতে শুরু করলো।  বাংলাদেশকে আবারো সুপরিকল্পিতভাবে অন্ধকারে নিক্ষেপ করা হলো। 

আমরা এই অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই অবৈধ সরকারকে পদত্যাগ করে সকল দলের অংশগ্রহণের মধ্যদিয়ে  একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া