adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মোহামেডানকে রুখে দিল বারিধারা

image_72132_0ঢাকা: প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় মোহামেডানকে রুখে দিল নবাগত উত্তর বারিধারা। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একঝাঁক তারকা খেলোয়াড় নিয়েও বারিধারা বিপক্ষে শেষ পর্যন্ত গোলশূন্য থেকে ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় মোহামেডান।
প্রথম ম্যাচে জয় বঞ্চিত মোহামেডান পয়েন্ট হারালো দ্বিতীয় ম্যাচেও। পরপর দুই ম্যাচে ড্র নিয়ে মোহামেডানের পর্তুগিজ কোচ রুই ক্যাপেলার কপালে দেখা গেল দুশ্চিন্তার ভাঁজ। গতিময় ফুটবলই খেলেছে সাদাকালো জার্সিধারীরা। তবে অভাব চিল সমন্বয়ের। মুহুর্মুহু আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় ক্যাপেলার শিষ্যরা। গোল করার সুযোগ পেয়েছে বারিধারারও। গোলের সুযোগ কাজে লাগাতে না পারলেও প্রথম খেলায় শেখ রাসেলের কাছে পরাজিত নবাগত বারিধারা ড্র নিয়েই দারুণ খুশি। শক্তিশালী মোহামেডানের সাথে দুর্বল দল নিয়ে পয়েন্টের খাতা খুলে তাদের আনন্দিত হবারই কথা।
খেলার তিন মিনিটেই মোহামেডানের মিশরীয় খেলোয়াড় মোস্তফা সেদ্দিকের শট বিপক্ষ দলের গোলরক্ষক ওসমান গনি সহজেই আটকে দেয় । প্রথমার্ধের শেষ মুহূর্তে  বারিধারার রক্ষনভাগের খোলোয়াড়দের ভুলের কারণে বল পেয়ে যায় মোহামেডানের ওয়াহেদ।  কন্তিু এবারও সুযোগ কাজে লাগাতে না পারায় গোলশূন্যই থাকে মোহামেডান।
দ্বিতীয়ার্ধে মোহামেডানের আক্রমণ আরও জোরদার হয়। তবু প্রতিপক্ষের রক্ষণদেয়াল ভেদ করতে পারেনি সাদাকালো জার্সিধারীরা। খেলার অতিরিক্ত সময়ে এমিলির শটে গোল পেতেই পারত মোহামেডান। গোল লাইনের ঠিক সামনে থেকে বারিধারার ডিফেন্ডার সাইদুর রহমানের দুর্দান্ত সেভে হাঁফ ছেড়ে বাঁচে গাঢ় নীল জার্সিধারীরা। শেষ বাঁশি বাজার আগে জাহিদের গোলমুখে নেয়া দুর্দান্ত শট সেভ করে আবারও বারধিারার ত্রাণকর্তা হয়েছেন সাইদুর রহমান।
ফলে নর্ধিারতি সময় শেষে গোলশূন্য ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। টানা দুই ড্রয়ে মোহামডোনরে  ২ পয়ন্টে সংগ্রহ হতাশায় ভাসিয়েছে সমর্থকদেরও।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া