adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরোধীদল সরকারে থাকা অগণতান্ত্রিক

image_72059_0ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বিরোধী দল থেকে সরকারি দলে অবস্থান নেয়া অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও সংসদীয় রাজনীতির শিষ্টাচার বহির্ভূত। সরকার ও বিরোধীদল একসঙ্গে থাকা যায় না।’ সংসদে বিরোধী দল থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হওয়ার পথে বাধার বিষয়টি পরিষ্কার করতেই একথা বলেন তিনি।
শনিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা একটা নির্ভেজাল বিরোধী দল চাই, যারা সরকারের গঠনমূলক সমলোচনা করবে। মাথাটা সরকারি দলে আর লেজটা বিরোধী দলে, এটা হয় না। আমরা সবাই যদি মন্ত্রিত্বের কাঙাল হই, তাহলে গণতন্ত্র রক্ষা করবে কে?’
সুরঞ্জিত সেন বলেন, ‘বিরোধী দল থেকে মন্ত্রী হওয়ার বৈধতা নিয়ে ২০০৬ সালে একটি মামলা হয়েছে। মামলায় তৎকালীন বিচারপতি মোস্তফা কামাল একটি পর্যবেক্ষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একই সঙ্গে সরকারে এবং বিরোধী দলে থাকা অনৈতিক, গণতান্ত্রিক শিষ্টাচার ও সাংবিধান বহির্ভূত।’
তিনি বলেন, ‘গণতন্ত্র পাহারা দেয়ার সবচেয়ে বড় শক্তি গণমাধ্যম। তারপর হচ্ছে বিরোধী দল। আজকের বিরোধীদলকে সংসদে বিরোধীদলের ভূমিকা পালনের মধ্য দিয়ে রাজপথের বিরোধীদলের মোকাবেলা করতে হবে। বিরোধীদলবিহীন সংসদ ও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে না। তাদের দায়িত্ব ভালো কাজের সমর্থন দেয়া। আর খারাপ কাজের সমালোচনা করা।’উল্লেখ্য, দশম জাতীয় সংসদে এখন প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। বিতর্কিত এ সংসদে বিরোধী দল থাকতে শর্ত দিয়েছে এরশাদের নেতৃত্বাধীন জাপা। তারা কমপক্ষে ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী চেয়েছে। গত বৃহস্পতিবার অন্য সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেননি কিন্তু এসব শর্ত পূরণের আশ্বাস পেয়েই শনিবার এরশাদ শপথ নিলেন বলে জানা যাচ্ছে।খালেদা জিয়ার গৃহবন্দিত্ব প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘তিনি বিদেশিদের সঙ্গে সাক্ষাৎকার দেন, আবার দেশে গৃহবন্দি দেখানোর স্বেচ্ছাবন্দিত্বের ভান করেন। আশা করি, খালেদা জিয়ার শুভবুদ্ধির উদয় হবে। স্বেচ্ছাবন্দিত্ব থেকে বেরিয়ে আলোচনার মাধ্যমে রাজনীতিতে আসবেন। তার হাসিনাবিহীন রাজনীতির এই আবদার কে রক্ষা করবে? শেখ হাসিনাকে কি আপনে বসাইছেন? তবে খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ওবিরোধীদলের নেতা। তাকে তার অবস্থান অনুযায়ী নিরাপত্তা দিতে হবে। এটা হবে রাজনৈতিক বদান্যতা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার রাজনৈতিক উদারতা।’ নতুন সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে আমি আশা করি।নবম সংসদের বিলুপ্তি নিয়ে তোফায়েল-আশরাফের ভিন্নমতের বিষয়ে জানতে চাইলে সুরঞ্জিত বলেন, ‘এটা তোফায়েল-আশরাফ আর সুরঞ্জিত বাবুর বিষয় নয়। এটা একটা কেতাবে লেখা আছে। এটা এবার নতুন হয়েছে, এজন্যই তো এটা নিয়ে আলোচনা হবে। সাংবিধানিক বিষয়ে সংবিধানের নিয়ম অনুযায়ীই হবে। আগামীতে যারা সরকার গঠন করবে তারাও এই নীতি অনুসরণ করবে।’সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জাসদ নেতা নাজমুল হক প্রধান এমপি, মীর হোসেন আখতার, আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া