adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বহুল আলোচিত ওয়ান ইলেভেন আজ

image_63491_0ঢাকা: বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুল আলোচিত ‘ওয়ান-ইলেভেন’ আজ শনিবার। জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে ২০০৭ সালের এদিনে জরুরি অবস্থা জারির পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফখরুদ্দীন আহমদকে। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রধান উপদেষ্টা করে তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।

তবে শুরু থেকেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের আপত্তির কারণে নানা বিতর্ক শুরু হয়। রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যেতে থাকলে সরকারের চার উপদেষ্টা পদত্যাগ করেন। নিয়োগ দেয়া হয় নতুন উপদেষ্টা। এরই মধ্যে ২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচনের ঘোষণা দেয়া হলে আওয়ামী লীগ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

এ পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা ঘোষিত হয়। তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত ড. ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন।

তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মইন উ আহমদ। সব আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।

তিনিই এক অনুষ্ঠানে ১১ জানুয়ারির জরুরি অবস্থা জারির দিনটিকে ওয়ান-ইলেভেন বা এক-এগারো (১/১১) নামে আখ্যায়িত করেন।

এরপর বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় প্রধান দুই দলের দুই নেত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের অনেকেই গ্রেফতার হন। দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলে। এই চেষ্টায়ই ‘মাইনাস-টু ফর্মুলা’ হিসেবে বহুল আলোচিত।

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলেও বিভিন্নভাবে আন্দোলন গড়ে ওঠে। দ্রুত নির্বাচনের দাবিতে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়।

একপর্যায়ে আন্দোলন রাজপথে নেমে আসে। এ পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে। সেই সঙ্গে ঘরোয়া রাজনীতিরও অনুমতি দেয়।

প্রায় দুই বছর ক্ষমতায় থাকার পর বিতর্কের বোঝা মাথায় নিয়ে ফখরুদ্দীন সরকার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া