adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণজাগরণ মঞ্চের রোড মার্চ মালোপাড়ায়

যশোর: সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়ানোর আহ্বানে গণজাগরণ মঞ্চের রোড মার্চ অভয়নগরের চাপাতলা মালোপাড়ার পৌঁছেছে।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা মালোপাড়ায় পৌঁছান গণজাগরণ মঞ্চের কর্মীরা। সেখানে তারা মালুপাড়ার মন্দিরে একটা অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন।এ সময় মঞ্চে বক্তব্য রাখেন- ডা. ইমরান এইচ সরকারইমরান, লাকি আক্তার, বাপ্পা দিপ্ত বসু, সামসুর ইসলাম সুমন, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক বাবু প্রমুখ।বক্তব্য শেষে তারা অভয়নগরের চাপাতলা মালোপাড়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করেন।গণজারণ মঞ্চের যশোরের অন্যতম সংগঠক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাংলামেইলকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে তারা অভয়নগরের চাপাতলা মালোপাড়ার পৌঁছেছেন। মালুপাড়ার মন্দিরে একটা অস্থায়ী মঞ্চে বক্তব্য তাদের কয়েকজন বক্তব্য দেন। তারপর তারা অভয়নগরের চাপাতলা মালোপাড়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন।সেখানে তারা একটি সংহতি সমাবেশও করবেন। এরপর সেখান থেকে ফিরে যশোর শহরের চিত্রামোড়ে বিকেল সাড়ে তিনটায় তাদের গণসমাবেশ করার কথা রয়েছে।

এর আগে গণজাগরণ মঞ্চের কর্মীরা শহরের খাজুরা বাসস্ট্যান্ডে শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে তারা পৌঁছান। সেখান থেকে তারা সরাসরি রাতযাপনের জন্যে বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখা’র ডরমেটরিতে যান।
মঞ্চের কর্মীদের বহরে ৮টি বাস, ৮টি মাইক্রোবাস ও পুলিশের দুটি পিকআপ ভ্যান রয়েছে। বহরে চার শতাধিক কর্মী রয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি ভোট শেষে সন্ধ্যায় অভয়নগরের চাপাতলা মালোপাড়ায় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। হামলায় ২০/২৫টি বাড়িসহ দোকানপাট ভাঙচুর করা হয়। প্রায় পাঁচ শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া