adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উপমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার শপথ রোববার বেলা সাড়ে তিনটায়

image_63594_0ঢাকা: রোববার বেলা সাড়ে তিনটায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনিুষ্ঠিত হবে। বঙ্গবভনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাদের শপথবাক্য পাঠ করাবেন।

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দেয়া মন্ত্রীদের তালিকা শনিবার সন্ধ্যায় অনুমোদন করেছেন রাষ্ট্রপতি। এবারের মন্ত্রিসভায় কয়েকজন উপমন্ত্রীও থাকছেন।

নতুন সরকার গঠনের আগের দিন শনিবার সন্ধ্যায় সচিবালয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদের সচিব মোশারারাফ হোসাইন ভূইঞা।

একানব্বইয়ের গণতন্ত্রে উত্তরণের পর রোববার তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। তবে প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নেয়ায় এবারের নির্বাচন একতরফা বলে সমালোচিত হচ্ছে।

গত সরকারে উপমন্ত্রী না থাকলেও এবারের  মন্ত্রিসভায় উপমন্ত্রী থাকবেন বলে জানান সচিব। তিনি বলেন, “নতুন সরকার যে ধরনের আকৃতি হয়,  সে ধরনেরই হবে। তবে এবার দু-একজন উপমন্ত্রী থাকবেন।” তবে কতজন সদস্য নিয়ে এবারের মন্ত্রিসভা গঠিত হচ্ছে তা জানাননি সচিব।

মোশাররাফ জানান, মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন রোববারই হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্বও রোববারই দেয়া হবে।

রোববার নতুন মন্ত্রিসভার শপথের আগে যারা মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা ছিলেন, তারা তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হবে। এরপর প্রধানমন্ত্রী নতুনভাবে তার উপদেষ্টা নিয়োগ দেবেন।

সচিব জানান, বেলা সাড়ে তিনটায় রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন।

জাতীয় পার্টির সদস্যরা সরকারে থাকছেন কি না, সে বিষয়েও কিছু বলেননি সচিব।

শপথ গ্রহণের সব আয়োজন শেষ হয়েছে জানিয়ে মোশাররাফ বলেন, এক হাজারের বেশি ব্যক্তিকে দাওয়াত দেয়া হয়েছে। এর মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও রয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া