adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংখ্যালঘুদের ওপর নির্যাতন রাষ্ট্রের ব্যর্থতা

image_71849_0 (1)যশোর: দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনাকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
ড. মিজান বলেন, ‘সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। তাই সংখ্যালঘুদের ওপর নির্যাতন নাগরিক অধিকারের প্রতি চরম হুমকি। এটা রাষ্ট্রের ব্যর্থতা হিসেবেই বিবেচিত হয়।’
বৃহস্পতিবার দুপুরে যশোরের অভয়নগর চাপাতলা মালোপাড়া পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়ে তিনি এসব কথা বলেন।
মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ‘যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ রাষ্ট্রকে দিতে হবে। রাষ্ট্র ও সরকার ক্ষতির চেয়ে বেশি পূরণ করে দিলে তাদের আর ক্ষতি থাকবে না। এই দৃষ্টান্ত রাষ্ট্রকেই স্থাপন করতে হবে। এমন দৃষ্টান্ত স্থাপনের মধ্যে নির্যাতিত মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে। এটি হলেই এদেশের নাগরিক হিসেবে আমরা স্বস্তিবোধ করবো।’
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত, ইমান উদ্দিন কবির, আরফান আশীষ, যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অসীম কুণ্ডু, সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেকসহ স্থানীয় নেতারা। 
এর আগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে নগদ অর্থ ও কাপড় বিতরণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক শাহ্ হাদীউজ্জামান, বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামসুর রহমান শামস, বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান প্রমুখ।
সকালে মালোপাড়া পরিদর্শন করেন পুলিশের ডিআইজি মনিরুজ্জামান। এ সময় তার সাথে ছিলেন যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল।
এর আগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সচেতন অভয়নগরবাসীর উদ্যোগে নওয়াপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সুজন, অভয়নগর কলেজ শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, নওয়াপাড়া প্রেসক্লাব, শ্রমজীবি সমন্বয় পরিষদ, ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়ন, নওয়াপাড়া বাজার কমিটি, সার ব্যবসায়ী সমিতি, উদীচী শিল্প গোষ্ঠী, আমরাই পারি যশোর জেলা জোট, বিভা, বন্ধু কল্যাণ ফাউন্ডেশন, প্রগতি সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনামুল হক বাবুল, সচেতন অভয়নগরবাসীর আহ্বায়ক অধ্যাপক হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন প্রমুখ।

এছাড়া বিকেলে সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও নৃশংসতার প্রতিবাদে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধিক কুমার পাড়ে ও ওয়ার্কার্স পার্টির নেতা বৈকুণ্ঠ বিহারী রায়ের সভাপতিত্বে পৃথক দুটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন বেলা ১১টায় প্রথম দফা হামলায় অভয়নগরের সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত চেঙ্গুটিয়া মালোপাড়ার পুরো চেহারা পাল্টে যায়। ভোট শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে ফের পাঁচ শতাধিক দুর্বৃত্ত ওই পাড়ায় হামলা চালায়। ৮/১০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় তারা শতাধিক ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট, ১০/১২টি বাড়িতে অগ্নিসংযোগ করে। প্রাণ বাঁচাতে নদী সাঁতরে ও নৌকায় করে পাশের দেয়াপাড়া পালপাড়া পুজামণ্ডপে আশ্রয় নেয় ওই পাড়ার অসহায় বাসিন্দারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া