adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

image_71722_0ঢাকা: নির্বাচনের পর দেশের সীমান্ত এলাকায় জামায়াতে ইসলামীর পরপর হামলায় নয়াদিল্লিও বিশেষ উদ্বিগ্ন বলে জানিয়েছে। এই সব ঘটনায় ভারতের সীমান্তে চাপ ক্রমশ বেড়ে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে এই উদ্বেগের কথা জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনটিতে জানানো হয়, নির্বাচন পরবর্তী সহিংসতা রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে যশোর, সাতক্ষীরা, জামালপুর, দিনাজপুর, কুষ্ঠিয়া, খুলনা, চট্টগ্রাম ও পঞ্চগড়ের দুর্গত এলাকাগুলোতে পুলিশ ও আধা-সামরিক বাহিনী অভিযান শুরু করেছে। হামলায় ঘরহারাদের পুনর্বাসনের পাশাপাশি দুষ্কৃতীদের নামের তালিকা তৈরি করে ধরার কাজও শুরু হয়েছে।
ঢাকার সরকারি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, এই ধরনের সহিংসতায় জড়িতদের বিচারের জন্য বিশেষ দ্রুত বিচার আদালতও গঠিত হচ্ছে। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সেখানে সরকার গঠনের পাশাপাশি এই বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্রিটেন-যুক্তরাষ্ট্র ও তাদের প্রভাবিত কয়েকটি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশে বিরোধীশূন্য নির্বাচনের সমালোচনা করে সব পক্ষকে নিয়ে ফের নির্বাচনের দাবি জানিয়েছে। ভারত মনে করছে, এ জন্য বাংলাদেশে নতুন সরকারের ওপর আর্থিক অবরোধও চাপাতে পারে পশ্চিমা শক্তি। ঘরে-বাইরে প্রতিকূল পরিস্থিতিতে হাসিনা সরকার যাতে দৃঢ় ভাবে হাল ধরতে পারে, সেজন্য শেখ হাসিনাকে বেশ কিছু জরুরি পরামর্শও দিয়েছেন মেনন।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেনন শেখ হাসিনাকে বলেন, ‘সীমান্তের নিরাপত্তা সুরক্ষিত করার প্রশ্নে ভারতের সংশ্লিষ্ট রাজ্যগুলিই তার উপর চাপ দিচ্ছে। কিছু দিন আগেই দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী জরুরি বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের প্রশাসনের সঙ্গে।

সেখানেই সীমান্ত সিল করে দেয়ার সিদ্ধান্ত হয়েছিল। তারপরও গত দুদিনে যশোর ও সাতক্ষীরায় সহিংসতার ফলে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন সীমান্তের পাশে।
এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, এখনও বড় হারে অনুপ্রবেশ শুরু হয়নি ঠিকই, কিন্তু হাসিনা সরকার যদি কঠোর হাতে পরিস্থিতির মোকাবিলা না করতে পারে, তা হলে ভারতের ওপর চাপ অনেকটাই বাড়বে। এর মোকাবিলায় ভারতের পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ মেনন দিয়েছেন হাসিনাকে।
নির্বাচন পরবর্তী সহিংসতাই এখন বাংলাদেশ সরকারের প্রধান মাথাব্যথা উল্লেখ করে এই হামলা নিয়ে বিএনপি তাদের জোটের শরিক জামায়াতে ইসলামীকে আড়াল করতে মাঠে নেমেছে বলে সমালোচনা করা হয়।
জানা যায়, পশ্চিমবঙ্গের মালদহ (দক্ষিণ) এর সাংসদ তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরি (ডালু) বুধবার বাংলাদেশ-পরিস্থিতি নিয়ে একটি চিঠি পাঠিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারকে। সেই চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশে যে সন্ত্রাস তৈরি হয়েছে, তাতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে আতঙ্ক বাড়ছে। কেন্দ্র অবিলম্বে বাংলাদেশের সঙ্গে যৌথ ভাবে ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও সঙ্কটজনক হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এরজন্য বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনকে এ ব্যপারে সজাগ করে দেয়ার অনুরোধও করেছেন তিনি কেন্দ্রীয় সরকারকে।  ফোনে তার সঙ্গে শিবশঙ্কর মেননেরও কথা হয়েছে। মেনন তাকে আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশের সঙ্গে ভারত সঠিক লাইনেই কথা বলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া