adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম চান্সেই বাজিমাৎ

image_71831_0ঢাকা: গণতন্ত্রের অন্যতম শর্ত নির্বাচন। যদিও আজকাল এই একমাত্র ‘ভালো’ ব্যবস্থাটি শুধু নিয়মিত নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। কোনো রকম নির্বাচন করতে পারলেই গণতন্ত্রে উত্তরণ ঘটে যায়! আর এ জন্যই পাঁচ বছর পর সংসদ নির্বাচনে অনেক কাঠখড়ি পোড়াতে হয় প্রার্থীদের। কোথাও চলে অঢেল টাকার খেলা। এ যেন লক্ষ টাকার বাজি। কিন্তু জীবনে প্রথমবার এমপি নির্বাচন করতে বাজিমাৎ করলেন ৪৪ জন। তাদের যোগ্যতা প্রমাণ করতে হয়নি, পয়সা খরচ করতে হয়নি এমনকি যেতে হয়নি ভোটারদের দ্বারেও। একারণে এদের অনেকে ‘রেডিমেড এমপি’ বলেও আখ্যায়িত করছেন। বৃহস্পতিবার অন্য এমপিদের সঙ্গে শপথও নিলেন তারা।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বাংলামেইলকে বলেন, ‘নতুন মুখ আসুক আমরা সেটা সব সময়ই চাই। কিন্তু এভাবে না, যারা আসবেন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রথমবার যারা এমপি হয়েছেন তাদের এই সুযোগ কাজে লাগাতে হবে। সব সময়ই নতুন সংসদ সদস্যদের কাছে মানুষের প্রত্যাশা থাকে বেশি। তাই তারা যেন টাকা পয়সার দিকে না ছুটে দেশের মানুষের পাশে থেকে দেশ ও জনগণের সেবা করেন এটা আমরা আশা করবো।’

‘রেডিমেড এমপি’ যারা: আওয়ামী লীগ থেকে মুন্সীগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস, কিশোরগঞ্জ-২ সোহরাব উদ্দিন, ব্রাক্ষণবাড়ীয়া-৪ আনিসুল হক, চাঁদপুর-৪ মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী, লালমনিরহাট-২ আসনে নূরুজ্জামান আহমেদ, জাতীয় পার্টি থেকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন নীলফামারী-৪ আসনে শওকত চৌধুরী। তিনি এর আগে দল থেকে মনোনয়ন পেলেও এমপি হতে পারেননি। একই অবস্থা বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নার।

বগুড়া-৩ নূরুল ইসলাম তালুকদার, বগুড়া-৬ নূরুল ইসলাম ওমর, বরিশাল-৬ নাসরিন জাহান রত্না, ময়মনসিংহ-৫ সালাউদ্দিন আহমেদ মুক্তি, নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান, কুমিল্লা-২ মোহাম্মদ আমির হোসেন, কক্সবাজার-১ মোহাম্মদ ইলিয়াছ, সিলেট-৫ সেলিম উদ্দিন এবং লক্ষ্মীপুর-২ আসনে মোহাম্মদ নোমান ৯৬ সালে মনোনয়ন পেলেও এমপি হিসেবে এই প্রথম নির্বাচিত হয়েছেন।

রংপুর-২ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, জয়পুরহাট-১ সামছুল আলম দুদু, জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নাটোর-১ আবুল কালাম, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, সিরাজগঞ্জ-২ হাবিবে মিল্লাত, সিরাগঞ্জ-৪ তানভির ইমাম, বরিশাল-৫ শওকত হোসেন হিরণ, চাঁপাইনবাবগঞ্জ-১ কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতৃত্বদানকারী গোলাম রব্বানী, পাবনা-২ আজিজুর রহমান আরজু, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, ময়মনসিংহ-২ শরীফ আহমেদ, ঢাকা-১৯ এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. এনামুর রহমান, সাতক্ষীরা-৪ জগলুল হয়দার, ময়মনসিংহ-৯ আনোয়ার আবেদীন খান তুহিন, মানিকগঞ্জ-২ কণ্ঠশিল্পী মমতাজ (নবম জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন)।

নোয়াখালী-৩ মামুনুর রশীদ কিরণ, লক্ষ্মীপুর-৩ একেএম শাহজাহান কামাল, চট্টগ্রাম-১৪ নজরুল ইসলাম চৌধুরী, মাদারীপুর-৩ আসনে আ ফ ম বাহাউদ্দিন, কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক, নোয়াখালী-১ এইচএম ইব্রাহিম এবং কক্সবাজার-৩ থেকে সাইমুম সরোয়ার কমল এর আগে মনোনয়ন পেলেও এমপি হিসেবে এই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন।

এছাড়া নোয়াখালী-২ মোরশেদ আলম এর আগে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলেও এমপি নির্বাচিত হতে পারেননি। এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দিতায় এমপি নির্বাচিত হন। হবিগঞ্জ-১ মোহাম্মদ আব্দুল মনিম চৌধুরী। জাসদ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় প্রথমবারের মতো নির্বাচিত ফেনী-১ আসনে শিরীন আক্তার ১৯৯১ সালে দলীয় মনোনয়ন পেলেও এই প্রথম এমপি নির্বাচিত হয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া