adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিমের ভুল স্বীকার

imagesঢাকা: নির্বাচনে না গিয়ে খালেদা জিয়া যেমন ভুল করেছেন, তেমনি তাদেরও ভুল আছে স্বীকার করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, “আমরা স্বীকার করেছি, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারিনি।”

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরা, যশোরের অভয়নগর, বগুড়া, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

মোহাম্মদ নিাসিম বলেন, “যারা মসজিদ-মন্দিরে হামলা করছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন করা হবে। প্রয়োজনে এলাকায় এলাকায় জনগণকে নিয়ে কমিটি করে মন্দির ও সংখ্যালঘুদের পাহারা দিতে হবে।”

সরকার সবকিছু করতে পারে না উল্লেখ করে নাসিম বলেন, “সরকারের পাশাপাশি ১৪ দল জনগণকে নিয়ে এ সহিংসতা মোকাবেলা করবে।”

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, “আপনি ভুল করেছেন। আগে বিরোধী দলের নেতা ছিলেন, এখন তাও নেই। জামায়াতের পরামর্শে নির্বাচনে আসেননি। ভুল স্বীকার করে মাথা ঠান্ডা রেখে শান্ত থাকুন।” তিনি আরো বলেন, “আমাদেরও ভুল আছে। আমরা স্বীকার করেছি, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারিনি।”

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিককালের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে নাসিম বলেন, “কোথায় এমন নজির আছে, বিদেশে বসে রাজনৈতিক নেতা সহিংসতার নির্দেশ দেয়?”

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “বিরোধী জোটের সংখ্যালঘুদের ওপর হামলাসহ সব ধরনের সহিংসতা বন্ধ না হলে শুধু যৌথ বাহিনী দিয়ে অভিযান নয়, জনগণের কাফেলা দিয়ে তাদের মোকাবেলা করা হবে।” সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করারও আহ্বান জানান তিনি।

নগর ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন জাসদের নেতা শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া